প্রয়োজনীয় লোভ রবিউর রায়হান ২২ অক্টোবর ২০১৩, মঙ্গলবার, ০৬:৪৪:৫৮অপরাহ্ন অন্যান্য, একান্ত অনুভূতি, কবিতা, সমসাময়িক, সাহিত্য ১২ মন্তব্য নিত্যপ্রয়োজনীয় লোভের বাজারে যেতে হবে আজ সাপ্তাহিক প্রয়োজনীয় পণ্য নিতে হবে আজ। ছেলের জন্য, বউয়ের জন্য, আমার জন্য, এমনকি পাশের বাড়ির অসুস্থ করিম সাহেবের জন্যও বয়ে নিয়ে আসতে হবে। বেচে থাকার লোভ, ভাল চিকিৎসার লোভ, একটু আরামে থাকার লোভ।