-মৌরী! -মা শুনছি, বল। -অর্ণবের বাবা কি করে? -প্রেম করে মা। -প্রেম? বেয়াদব মেয়ে কি বলে এসব! -যা সত্যি তাই বলছি। কথায় কথায় বেয়াদব বলাটা তোমার স্বভাব হয়ে গেছে। -সত্যি কথা? এটা তোর সত্যি কথা? -হ্যাঁ সত্যি কথা। শোন, অর্ণবের বাবা রিটায়ার্ড করেছে চার মাস হল। এখন বাড়িতে বসে সারাদিন আন্টির সাথে প্রেম করে। আন্টিও [ বিস্তারিত ]