রংধনু ___________সজীব ওছমান। উঠোন জুড়ে কাদামাটি বৃষ্টি হল শেষ, নীল আকাশে রোদের ঝিলিক বিকেলটা যে বেশ। আকাশ পানে তাকিয়ে খোকা দেখলো কিছুক্ষণ, দূর আকাশে তুলির পরশে আঁকলো কে গো রঙ ? ছুটে গিয়ে মায়ের কাছে খোকা জানতে চায়, কাঁচির মত দুর আকাশে রঙ যে দেখা যায় ? কেমন করে রঙ ছড়ালো নীল আকাশের কুলে, জানতে [ বিস্তারিত ]