বিয়ে অনেক কাল আগের কথা এখনো কাউকে করা হয়নি তা, তবে পূর্ণ যৌবনা এক নারীকে আার ধূতির সুতোয় হয়েছে সাত পাঁকে বাঁধা। সে দিন আমার ঘরটা ফুলে ফুলে সাঁজিয়ে ছিল, জানি না কেবা কারা? আমায় নিয়ে সে ক্ষণটিতে গেয়ে ছিল গান, উল্লাস আর আনন্দে সবাই ছিল আতœহারা, ফুলে দিয়ে সাঁজানো ঘরে দেখি সে নারী বয়ে [
বিস্তারিত ]