নিঃশ্বাসে নিলাম নিঃশ্বাস, বেঁচে থাকার আশায় বিভোর বিশ্বাস। গোধূলির আকাশে কিছু সূর্যের আলো নিলাম বেঁধে, ফুল ফুটবে আলোর নির্যাসে। শালিকের উড়াউড়ি বেশ তো জমেছিল দূর্বার চরে, হাসির ঝলক তাই অধর কোনে। সুখ কি ক্ষণিকের ক্ষণশ্বর তবে কিছু দায়িত্ব রয়ে গেল দিন শেষে। যদি ভোরের আলো দুর্বা যায় ছুঁয়ে, তবে কোকিল ডাকবে বসন্তে। মায়ার বাঁধন [ বিস্তারিত ]