ভাঙবো তালা লাথি দিয়ে মনে সাহস মুক্তি নিয়ে তোদের রচা গারদশালায় মুক্তি লেখা নাই রে মন, মুক্তি নেশায় মুক্ত হতে লাগলে যাবো বৃন্দাবন। রক্তে মোদের মুক্তি আঁকা একাত্তুরের গৌরবে, ছড়িয়ে দিবো তাহা মোরা মুক্তি নিয়ে সৌরভে। ঐ গারদে ভিম কারার ঐ হিম করা এক মৃত্যুবাণ, ভেঙ্গে তাহা গায়ের জোরে করবো কারার অবসান। মৃত্যু আমার লেখা [ বিস্তারিত ]