ত্রিশ সেকেন্ড, চোখাচোখি ত্রিশ সেকেন্ড পড়া, কি ছিলো সেই, চোখের ভাষা একটু যাচাই করা। ঠোটের ফাকে, লাজুক হাসি লজ্জা রাঙ্গা গাল। ছুতোর জন্য, যুক্ত করো কথার ইন্দ্রজাল। চালাও যদি, একটি দুটি কথার মতো কথা, দেখবে কেমন ধীরে ধীরে কমছে অস্থিরতা। বারো মিনিট, অনেক সময় একটি প্রেমের জন্য। হও না তুমি গাধা, কিংবা হও না তুমি [ বিস্তারিত ]