একে যাবো স্বপ্নের কথা রেখে যাবো স্মৃতি, তোমার দেয়ালজুড়ে থাকবে আমার আকুতি। চিন্হ রেখে যাবো বালুর সৈকতে সমুদ্রের ঢেউ মুছতে পারবেনা, রঙ্গের প্রলেপ দিয়ে দেয়াল হয়তো স্মৃতি হারাবে তোমার মস্তিষ্কে গেথে রবে ভালোবাসার আকুতি। পৃথিবীর সব থেকে সুন্দর সে হাতে হয়তো নেই আজ মেহেদীর আল্পনা, তবু তোমার শুন্য সে হৃদয় করে আজো আমার কল্পনা। ব্যাস্ত [ বিস্তারিত ]