আমার লেখালিখির শুরু টা ক্লাস টু তে থাকতে।স্কুলের ম্যাগাজিনের জন্য একটা কবিতা লিখেছিলাম।লিখে কাওকে না দেখিয়েই জমা দিয়ে দিলাম।প্রচন্ড ধড়িবাজ ছিলাম ছোটকাল থেকেই।কবিতাটা ছিল স্কুলকে নিয়ে লেখা।জানতাম এই টপিকে লিখলে ছাপা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। :( যা ভেবেছিলাম তাই।ম্যাগাজিনে লেখাটা আসল।ম্যাগাজিনে কারোর লেখা ছাপা হওয়াটা রীতিমত গর্বের বিষয় ছিল।আম্মু তো অবাক।বান্ধবীরা অবাক।শুধু প্রশংসা আর প্রশংসা। [ বিস্তারিত ]