খুবই সাধারণ একজন মানুষ আমি।
কিন্তু নিজের বুকে লালন করা স্বপ্নগুলোর স্বপক্ষে নির্বিঘ্নে মত প্রকাশ ও কাজ করে যাওয়ার স্বাধীনতা চাই।
"বাংলা আমার জীবনানন্দ...
বাংলা প্রাণের সুখ..,
আমি একবার দেখি...
বার বার দেখি....
দেখি বাংলার মুখ....।।"
সেই বাংলাদেশকে অনেক ভালবাসি,যে বাংলাদেশ মুক্তিযোদ্ধারা আর জাতির জনক আমাদেরকে এনে দিয়েছিলেন । তাঁদের স্বপ্নকে লালন করতে চাই বুকে।
সকল স্বাধীনতা-বিদ্বেষী শক্তির পূর্ণ পতন চাই।
সেই সংবিধান ফিরে পেতে চাই,যে সংবিধান আমাদের দিয়ে গিয়েছিলেন জাতি গঠনে জীবন উত্ সর্গ করা সূর্য-সন্তানেরা।
সর্বোপরি.,দল-মত-ধর্ম নির্বিশেষে একটি পূর্ণ গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ চাই ।
শখগুলো খুব অসাধারণ কিছু নয়। অপরের ব্যাক্তিস্বার্থে এগুলোর আঘাত হানার কোন কারণ দেখি না।
নিজ দেশসহ বিশ্বের দর্শনীয় ও স্বর্গীয় স্থানগুলোতে বেড়ানোর ইচ্ছা আছে। একা নয়..,অবশ্যই কাউকে সঙ্গে নিয়ে... এমন কাউকে, যে বা যারা ভ্রমণের মানসিক ও আত্মিক প্রশান্তিটাকে ধুলায় মিশিয়ে দেওয়ার অভূতপূর্ব ক্ষমতা রাখে না বা রাখলেও তা বাস্তবে প্রয়োগ করার ইচ্ছাবোধ করে না।
চারপাশের সাধারণের মাঝে চোখে ধরা পড়া অসাধারণ জিনিসগুলো ক্যামেরার ফ্রেমে বন্দী করতে ভালোবাসি। সাধারণের মাঝে অসাধারণ বিষয়গুলো নিয়ে লিখতে ভালোবাসি।
জীবনের প্রয়োজনে অনেক অর্থহীন কাজই করতে হয়.... যেগুলোর বেশিরভাগই মানসিক প্রশান্তি লাভের উদ্দেশ্যে ।
আমার প্রিয় অর্থহীন কাজ 'বৃষ্টি বিলাস' ।
ঝুম বৃষ্টিতে যখন চারদিক ঝাপসা হয়ে আসে.,তখন সুযোগ পেলেই নিরুদ্দেশভাবে প্রকৃতির কাছে নিজেকে সমর্পণ করে দিই ।
বৃষ্টি আমাকে চুম্বকের মত টানে । এ আকর্ষণ অগ্রাহ্য করা খুবই কঠিন ।
দীর্ঘক্ষণ বৃষ্টিস্নাত হয়ে খুঁজে পাই এক অকারণ অসীম 'মানসিক প্রশান্তি' ।
প্রকৃতই আত্মার অস্তিত্ব থেকে থাকলে.,সেটা হয়তো 'আত্মিক প্রশান্তি'ও হতে পারে ।
" আমি যা কিছু মহান.,
বরণ করেছি বিনম্র শ্রদ্ধায়....
মিশে তের নদী-সাত সাগরের জল গঙ্গায় পদ্মায়...."
সামাজিক নিয়মে করতে হয় বলেই কাউকে শ্রদ্ধা করার পক্ষপাতী আমি নই ।
বরং তাঁদেরকেই হৃদয়ের সর্বোচ্চ শ্রদ্ধা করি.,যাঁরা নিজেদেরকে তিল তিল করে গড়ে তুলেছেন কারো শ্রদ্ধার পাত্র হওয়ার মত করে । যাঁদের ভিতর শ্রদ্ধাকে বরণ করে নেওয়ার পূর্ণাঙ্গ যোগ্যতা আছে এবং কোন বিশেষ শ্রেণী শ্রদ্ধা না করলেও যাঁদের সম্মান বিন্দুমাত্র কমে যায় না.,বরং বেড়ে যায় ।
আমি মনে করি.,'শ্রদ্ধাবোধ' বিষয়টাকে এত সস্তা করে ফেলা উচিত্ নয় যে.,সকল বিবেচনাবোধকে পদদলিত করে যে কাউকে এটা অর্পণ করতে হবে ।
ততদিনই বেঁচে থাকতে চাই..,যতদিন জীবন নিজের কাছে উপভোগ্য., সুস্থ ও সুন্দর মনে হয়... যতদিন জীবনের মাঝে কোন অর্থ খুঁজে পায়...
পৃথিবীর যেকোন অর্থহীন জীবনই বেঁচে থাকার অযোগ্য...।।