জিন ও মানব

অরণ্য পুলক ৩০ নভেম্বর ২০১৩, শনিবার, ০২:৩০:৫৬পূর্বাহ্ন কবিতা ৫ মন্তব্য

উত্তমো আমি, অধময় আমি;
আমিই কৃষ্ণ ছায়া।
যতদূরে যার চোখ যায় তার ,
আমিই দীর্ঘ কায়া।
সকলেরে দেখি সব কিছু মেকি,
করে যা ই নরাধম।
এ তরেই কি বানাইল খোদা সর্বশ্রেষ্ঠ আদম??
সকলে সে কয় আমই কুৎসিত ,
আমিই অপছায়া।
তার পরেও আমই বলি ভাই,ছিল তো কিছু মায়া।
তোরা শ্রেষ্ঠ তোরাই উত্তম,
তোরা সুস্থির কায়া।
তারপরেও কেনই বা তোদের কালো কুৎসিত মায়া।
মায়া বলি তারে করিছি যে বড়,
অপ অপ অপমায়া।
চরিলে মাথায় বুঝে না কেহ,
করে না যে আর হায়া।
লোভ, মোহ,মায়া তোদেরই মাঝেতে ;
আছে যে সকলি ভরা।
তাহলে কি করে শ্রেষ্ঠ আদম,
হলি বল বল তোরা।

৬২৪জন ৬২৩জন
0 Shares

৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

  • অরণ্য পুলক-এর দানব পোস্টে
  • অরণ্য পুলক-এর দানব পোস্টে
  • অরণ্য পুলক-এর দানব পোস্টে
  • অরণ্য পুলক-এর দানব পোস্টে
  • অরণ্য পুলক-এর দানব পোস্টে

ফেইসবুকে সোনেলা ব্লগ