অনেকদিন যাবত লেখালেখির জগত থেকে কিছুটা বিচ্ছিন্ন। কেমন যেন এক মানসিক অস্থিরতা। চারপাশ জুড়ে যেন আঁধার ছুঁয়ে যায়। কোন অস্থিরতা নিয়ে কখনোই কিছু লিখতে পারি না। প্রতিদিন টপিক নিয়ে ভাবি আজ লিখব। লেখার টেবিলে বসলে ইচ্ছা গুলো কেমন যেন হাওয়াই মিঠাই এর মতো চুপসে যায়। ভাবনা গুলো উবে যায় রোদের উত্তাপ পাওয়া ভোরের কুয়াশার মতো। মাঝে মাঝে কিছু শব্দ এক পশলা বৃষ্টির মতো আসে। তাঁকে ধরে রাখার উপযুক্ত পাত্র তখন খুঁজে পাই না। শব্দ গুলো তখন প্রচন্ড গরমের মাঝে একটু শীতল বাতাসের মতো ছুঁয়ে দিয়ে যায়। তাই নিয়ে সন্তুষ্ট চিত্তে সময় চলে যায়।

এরই মধ্যে মাঝে মাঝে সোনেলার জানালায় উঁকি দিতে ভুল হতো না। একদিন দেখলাম সেখানেও কপাটে খিল দেয়া। কলমের খাপটা আর তেমন ভাবে খোলা হলো না। অযত্নে, অবহেলায় শব্দ অভিমানী হয়ে উঠলো। কাছে ডাকলে আসে না।

আজ হঠাৎ বন্ধ জানালায় এক ফালি আলো এসে সৌরভ ছড়ালো। কে যেন বলে উঠল – এবার আসো। শব্দের খেলায় মেতে উঠুক সোনেলা। আবার গল্প, কবিতা, ছড়ায় ভরে উঠুক সোনেলা।

২৯জন ২১জন

৪টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ