প্রবাসীদের ডায়েরি থেকে

নার্গিস রশিদ ২৬ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার, ০২:৩৩:৫৯অপরাহ্ন অন্যান্য মন্তব্য নাই
প্রবাসীদের খেরখাতা থেকে
“দেশ যাবো” একথাটি মনে করতেই এখন রিনাকে ভয়  লাগে।
কেন ?
কারন রিনা এবং রিনার মত অনেক মানুষকে একি অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে।
কি সেই তিক্ত অভিজ্ঞতা?
রিনারা যায় এক মন নিয়ে। যে মনে থাকে জন্মভূমির সান্নিধ্য পাওয়া, আপন মানুষদের চোখে দেখা, নিজের ভাষা  দিয়ে মনের কষ্ট ভাগাভাগি করা। প্রবাসীর মনে থাকে এই ভাবনা।
আর দেশের মানুষের মনে থাকে অন্য  চিন্তা।
কি সে চিন্তা ?
কি ভাবে জমি গুলো নিয়ে নেয়া যাবে, খোঁচা মেরে কথা বলে  গায়ের ঝাল মেটানো যাবে ।অথবা মাসে  মাসে  টাকা পাঠাও না কেন? টাকা পাঠালেও পরিমাণ কেন  কম। সব গুলোকে নিয়ে যাও । নিয়ে যাওয়া যে তার উপর নয় তা কি ভাবে বুঝাবে তাদের কে? তখন দোষ আরও । কি সেটা ? ইচ্ছা করেই নিয়ে যায় না ।
অথবা তাদের কেনা বাড়িতে তারাকে থাকতে দাও অথবা  সেটাও দিয়ে যাও।
হায়রে অভাগা রিনার মত প্রবাসীর।  এত টাকা খরচ করে গিয়ে রিল্যাক্স আর করা কপালে নাই ।
তাদের দেশেও কষ্ট নিজের দেশে গিয়েও কষ্ট । একূল  নাই ওকুলও নাই।
তারা যেন ভাসমান কচুরি পানা  , দেশের ঠিকানা যে গেল তা সারা জীবনের জন্যই চলে  গেল ।
১৫০জন ৪জন
0 Shares

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ