
আবোল তাবোল
তেতুল ধর্ম
————————————
হাই প্রেশার কিংবা লো প্রেশার,
উভয় রুগীই এখন তেতুল খেতে চায়,
তেতুল মুন্সি, আলুর মতোই তুমি,
আলু যেমন সব তরকারিতেই খাটে,
তেতুল তোমায় সব রাজনীতিতেই লাগে।
ওনার সাথে বৈঠক করিলে,
তেতুল তুমি দেশদ্রোহী।
তিনার সাথে লং-ড্রাইভে গেলে,
তেতুল তুমি দেশপ্রেমি।
নিজের মানি বেগে ছবি রেখে,
ছবি তোলা হারাম বলে,
তেতুল তুমি ময়দান কাঁপাও।
ইউটিউবে চেনেলে খুলে,
টিভি দেখা নাজায়েজ বলে,
তেতুল তুমি গলা ফাটাও।
নারীকে মানুষ না ভেবে
তেতুল ভেবে লালা ফালাও।
তেতুল সবাই খায়,
জিন্দাবাদও খায়,জয় বাংলাও খায়।
ভাগাভাগি করে খায়,কারাকারি করেও খায়।
বাংলাদেশী জাতীয়তাবাদ
কিংবা বাঙালী জাতীয়তাবাদ
সবাই তেতুল খায় তেতুল মুন্সিকেই চায়।
আসলে তেতুল মুন্সি তুমি কার?
শুধুই মাধ্যম,কারো ক্ষমতা ধরে রাখার?
কিংবা সিড়ি, কারো ক্ষমতায় যাবার?
না কি ইসলামের হেফাজতকারী?
হেফাজতে ইসলাম!!
০৫.১২.২০২০
৮টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
সুন্দর নতুন ধর্ম তেঁতুল
সত্যই তেঁতুল তুমি কার?
চমৎকার কবি দা———–
মো: মোয়াজ্জেম হোসেন অপু
অনেক ধন্যবাদ লিটন দা, আমার আবোলতাবোল ওরপে তেতুলের সংগে থাকার জন্য। ভালো থাকবেন, শুভকামনা
মোঃ মজিবর রহমান
বাহ! চমৎকার তেতুল এর গুণ করলেন বর্ননা।
মো: মোয়াজ্জেম হোসেন অপু
অনেক ধন্যবাদ ভাই কষ্ট করে মার আবোলতাবোল পড়ার জন্য। ভালো থাকবেন, শুভকামনা
ফারজানা তৈয়ূব
তেঁতুল সমাচার
মো: মোয়াজ্জেম হোসেন অপু
অনেক ধন্যবাদ আমার আবোলতাবোল ওরপে তেতুলের সংগে থাকার জন্য। ভালো থাকবেন। শুভকামনা
হালিম নজরুল
আহা! তেতুলের কি দুর্দশা!
মো: মোয়াজ্জেম হোসেন অপু
হাহাহা, তেঁতুলের অনেক গুন ভাই। ভালো থাকবেন