মুক্তির খবর

পায়েল পারভেজ ১০ সেপ্টেম্বর ২০২২, শনিবার, ১২:২১:২৪অপরাহ্ন একান্ত অনুভূতি ৫ মন্তব্য

আমার ছেড়ে আসার আর কিছু নেই। যাকিছু আমি বর্জন করতে চেয়েছি, সেসব আমাকে আর স্পর্শ করতে পারে না। এটা আমার সফলতা। সেজন্য অভিনয় বা সামাজিকতা রক্ষার স্বার্থে মিথ্যে কিছু বলতে বা করতে হয় না আমার। এই পাওয়া যেন ব্যক্তিত্বের ক্ষেত্রে এক ধরনের মাথা নত না করা। আমি জানি, “এই মাথা নিচু না করা” বেশিরভাগ সুষ্ঠ মানুষের ব্যাক্তিগত এবং অমূল্য চাওয়া।

আমি পরিষ্কার, তবে আমি সবার জন্য না।

রবীন্দ্রনাথের সাথে সেই অন্ধ, বাক-শ্রবণশক্তিহীন হেলেন কেলারের সাদাকালো ছবিটার কথা মনে আছে? তিঁনি বলেছিলেন “শিক্ষার চূড়ান্ত ফল হচ্ছে সহনশীলতা”।

ভালো থাকুন সকলে…

 

– ২৬শে জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ

– রাত ৩ টা বেজে ২৩ মিনিট

৩৩৩জন ৩৩৩জন
0 Shares

৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ