অপ্রত্যাশিত অসুখ

জিনিয়া জুঁই ২৯ আগস্ট ২০২২, সোমবার, ০৭:৩৯:১৬অপরাহ্ন কবিতা ৮ মন্তব্য

আমি মরে গেলে তবেই তুমি বেঁচে যাও!

এ পৃথিবীতে তোমার আর দ্বিতীয় কোনো আফসোস রইল না।

আমি বেঁচে আছি জানলে তোমার কেমন রদ্ধশ্বাস আটকে যায়,

অথচ, গলা ছেড়ে চিৎকার করে একদিন ভালোবাসি বলেছিলে!

 

আমাকে ভালোবাসলে তোমার খুব বেশি ক্ষতি হয়ে যেত না!

আমাকে ভালোবাসলে, তুমি অনন্তকাল এ নগরীতে থেকে যেতে চাইতে।

একটুখানি ভালোবাসার জন্য এ নক্ষত্রজুড়ে কড়া মিছিল বের করতে।

 

তুমি চাইলে এ সবকিছু হত, ধরিত্রীর মাঝে আমাদের সুখ-দুঃখের গল্প বেঁচে থাকত।

কিন্তু তুমি তা চাইলে না, চাইলে আমার মৃত্যু!

 

তুমি কত নিষ্ঠুর,

আমি মরে গেলেই কি তোমার সুখ?

৫০৭জন ৪৩২জন
0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ