রাত নামে।

মনিরুজ্জামান অনিক ২৮ আগস্ট ২০২২, রবিবার, ১০:০৩:৫৫অপরাহ্ন কবিতা ৮ মন্তব্য

 

রাত নামে সমুদ্রের ফেনার মতন

আমাকে হত্যায় সে আজ উদ্যত

জ্যোৎস্নায় ঢেকে গেছে বন

দু’টো  শিয়াল বনের ভেতর

রটায় আলাপন – গভীর রাত এখন

একটু তাজা গোশত প্রয়োজন।

অথচ, কবরে যে মুর্দা থাকে, বহু আগে

সে মরে যায় জীবিত অবস্থাতে।

সে গোশতের স্বাদ নেই, গন্ধ নেই

সমুদ্রের ফেনার মতন রাত নামতেই

মশাল হাতে পালিয়ে যায়, কে বা কারা

এদের চিনতে পারলাম না, হবে হয়তো!

আমি, কিংবা আমার মতো জীবনের দাবিদার যারা।

 

৩২৯জন ২৬৭জন
0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ