তুমি আমায় ভালোবাসোনি

জিনিয়া জুঁই ২৩ আগস্ট ২০২২, মঙ্গলবার, ০৯:০৭:২০অপরাহ্ন কবিতা ২ মন্তব্য

আমাদের নীড় বাঁধার সময় যখনই এগিয়ে আসে

ঠিক তখনই তুমি এক পা করে পেছাতে থাকো।

আশ্চর্য! আমি কেমন সমাজ-সংসার তুচ্ছ করে তোমার কাছে ছুটে গিয়েছিলাম।

 

এদিকে তুমি অনায়াসে বলে বেড়াও, তোমাকে আর ভালো লাগে না।

ওমন শুষ্ক, আদ্র চোখে বড্ড বেমানান মনে হয়!

এই যে রোজ তোমার জন্য চোখে কাজল আঁকি,

সেটা বোধহয় তুমি কোনোদিন যত্ন করে দেখতে চাওনি!

 

আমাদের গত হওয়া যতদিন গেছে,

আমি ক্রমেই দূরে সরে যাওয়ার আশঙ্কায় মরছি।

একটা নির্দিষ্ট সময়ের পর যখন বয়সের ভারে ছাপ পড়ে যায় মুখে

তখন তুমি ঠিকই নতুন কারোর খোঁজে ব্যস্ত হবে জানি।

তবে, অনিরূদ্ধ তুমি আমায় ভালোবাসোনি!

৪৯১জন ৪১৯জন
0 Shares

২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ