
এক ঝাঁক শালিকের ভীড়ে জেগে থাকা একলা কাক…!
শালিক পুষে মানুষ ..আদরে,
প্রেমিকাকে শালিকের উত্তরসূরী বানায় প্রেমিক,
যদিও শালিক উড়তে জানে, উড়ে যায় দূরে।
কাক তবুও থাকে, রাস্তাঘাটে..
অলিতে-গলিতে, শশ্মাণ কিংবা কবরে।
এক ঝাঁক শালিকের ভীড়ে একা কালো কাক..!
উড়ে যায়, যাক উড়ে যাক।
প্রাচীর ভাঙা উর্ধ্বশ্বাসে ডানা ঝাপটিয়ে
বেঁচে আছে, বেঁচে থাক।
একা কালো কাক। ||
৪টি মন্তব্য
হালিমা আক্তার
একা। তবু ও কাকেরা বেঁচে থাকে অনাদর অবহেলায়। একসময় শহরে কাকের ডাকে ঘুম ভাঙতো। এখন আর দেখা যায় না। শুভ কামনা রইলো।
মনিরুজ্জামান অনিক
ধন্যবাদ।
আলমগীর সরকার লিটন
খুব সুন্দর অনুভবে কিছু ছবি প্রকাশ করেছেন কবি দা ভাল থাকবেন——
মনিরুজ্জামান অনিক
ধন্যবাদ।