
বুকের দেয়ালে যে শৈবাল জন্মেছে…
তাদের আলাদা কোন নাম দেইনি আমি।
হাঁটতে হাঁটতে একদিন পাড়ি দিবো, পৃথিবীর চোরাবালি।
যন্ত্রনার যে পেয়ালা ছিলো বুক পকেটে
গোপনে গোপনে তা পান করেছি।
কবিতার মহামারীতে কবিতা খেয়ে,জীবন বাঁচাতে চেয়েছি।
দোয়াতের কালি শুকিয়েছে – মরেছে এক নদী।
দোয়াতে ঠিকই রক্ত মেখেছি – নদীটি আর পাইনি।
কতো নৌকা থেমে গেছে পাড়ে তো পৌছায়নি।
কতো কথা মরে গেলো – মাটিচাপা কাহিনি।
দুঃখরা সব স্রোতের মতো এগোয় গুনে গুনে।
তালে তালে তারা আওয়াজ তুলে কৃষ্ণচূড়ার বনে।
লালে লাল কৃষ্ণচূড়া রক্তের দাগ চেনে।
তাইতো আজ রক্ত বদলায় দুঃখের ডাকনামে।
আমাকে তুমি ক্ষমা করে দিয়ো, হে সুন্দর পৃথিবী!
তোমার বুকে দুঃখ ছাড়া, জমাতে তো কিছু পারিনি।
শিশিরের মতো টুপটাপ শব্দে জীবন ফুরিয়ে যায়।
বেলা শেষে মনে পড়ে হায়! গোধূলি বেলায়..
ক্লান্ত এক গাঙচিল বসে আছে,আঁটকে পড়া নৌকায়।
৯টি মন্তব্য
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
দুঃখের সাতকাহনের প্রকাশ — যন্ত্রনার যে পেয়ালা ছিলো বুক পকেটে
গোপনে গোপনে তা পান করেছি।
কবিতার মহামারীতে কবিতা খেয়ে,জীবন বাঁচাতে চেয়েছি।
মনিরুজ্জামান অনিক
ধন্যবাদ।
ভালোবাসা জানবেন।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
শুভ কামনা অফুরান।
ত্রিস্তান
জাস্ট মাইন্ড ব্লোয়িং। আর কিছুই বলবো না। ধন্যবাদ।
মনিরুজ্জামান অনিক
ধন্যবাদ।
ভালোবাসা জানবেন।
আলমগীর সরকার লিটন
খুব সুন্দর অনুভব কবি দা
মনিরুজ্জামান অনিক
ধন্যবাদ।
ভালোবাসা জানবেন।
হালিমা আক্তার
যে চোরাবালি পাড়ি দিতে পারে। সে কি আর গাঙচিল হয়ে মাঝ নদীতে থাকবে । অসাধারণ একটি কবিতা। শুভ কামনা রইলো।
মনিরুজ্জামান অনিক
ধন্যবাদ।
ভালোবাসা জানবেন।