
বাকির খাতায় বা কি আছে বাকি? আমরা আমৃত্যু অসুস্থ। কেউ প্রকাশ করি কেউ চেপে রাখি।
প্রত্যাখ্যানের প্রতিটি মুহূর্ত বিষাদের পর্দা ভেদ করে অন্তরে
ছুরিকাহত করে আমরা বলতে পারিনে, সইতে পারিনে।
এভাবেই জীবন যায় তাবৎ বস্তুর রং বদলায়-মলিন থাকে
শুধু আমাদের দুঃখ গুলো।
প্রতিটি অপমানে আমাদের হৃদয় ক্ষরণ হয়েছে। কেউ জানতো
না৷ আকাশ জানে, নিস্তব্ধ রাত্রীর প্রতিটি মুহূর্ত জানে। বিদীর্ণ
নিশ্বাস জানে চুপ থাকা কতো কঠিন কতো বেদনার! এভাবেই
বুঝি বেঁচে থাকতে হয়! আমরা জানিনে কেউ জানিনে!
মায়ার তাগিদে আমরা পেট জুড়ে নিশ্বাস নেই-জানিনে
কিভাবে বেঁচে থাকতে হয়!
অবহেলার প্রত্যেকটি লাইনে ‘ব্যথা’ রক্তাক্ত কালি হয়ে স্মরিত
হয়ে আছে নির্মম কাব্যে। আত্মপ্রকাশে অনিহা সত্বেও বুক ফেটে
চিৎকার বের হয়। কেউ শুনতে পারেনা। নির্ঘুম তারারা শুনে, নির্বোধ প্রকৃতি শুনে তাদের কিছু করার থাকেনা। তারা নিস্তব্ধ-
তারা নিশ্চুপ। আমরা আমাদের জন্যেই বা কতোটুকু করতে পারি?
কতোটা অকৃতজ্ঞ হলে এভাবে বেঁচে থাকা যায়?
জীবনের গভীর জয় প্রকাশ করবার জন্য আমরা যে আকাশের
সীমানায় কুয়াশায় কুয়াশায় দীর্ঘ বর্শা হাতে কাতারে কাতারে
দাঁড়িয়ে আছি এই বা ক’জন চক্ষুপাত করেছে?
প্রেমের ভয়াবহ স্তম্ভ তুলবার জন্যে এতো আয়োজন আমাদের!
দিনশেষে রাত্রির অগ্রভাগে আমাদের একার’ই সব দায়িত্বের
হিসেব মিলেতে হয়! কেউ নিবেনা এ ভাগ, কেউ সইবেনা এ দায়।
জীবন নিষ্পলক চেয়ে থাকা স্বপ্নের ঘোর, জীবন নিদ্রাহীন এক অন্ধকার রাত্রির যন্ত্রণা। অপেক্ষায় থাকা প্রেয়সীর কালো চুল বিচরণ। আত্মপ্রেম ই হোক জীবনের খুঁটি, বেঁচে থাকার শক্তি। নচেৎ নিশীথের আঁধারে বিষাদের বিষাক্ত ছোবলে মরে যেতে হবে আমাদের।
ছবিঃ সোনেলা ব্লগ
৯টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
খুব সুন্দর মনের মাধুরিদেয়ে লেখেছেন কবিতা অনেক শুভেচ্ছা রইল কবি দিদি
স্বপ্নীল মেঘ
ধন্যবাদ ভাইয়া।
আমি আপনার ছোট ভাই।
আরজু মুক্তা
বিষ দিয়ে বিষ ক্ষয় করা যায় না?
তারপরেও মানুষ বেঁচে থাকে আশায় ভালোবাসায়।
শুভ কামনা
জিসান শা ইকরাম
বিভিন্ন ভাবে আমরা রক্তাক্ত হই,
যদিও বেঁচে থাকি।
আত্মপ্রেমে মগ্ন হতে পারলে যন্ত্রণা থাকেনা।
মুগ্ধ হলাম।
শুভ কামনা।
পরামর্শ :
ফিচার ছবি নিজে গুগল থেকে বা নিজে তুলে দেয়া ভালো।
ফিচার ছবি ইউনিক হওয়া উচিৎ । অর্থাৎ ফিচার ছবি এমন হওয়া উচিৎ যা অন্য কারো নেই।
শুভ ব্লগিং।
স্বপ্নীল মেঘ
ধন্যবাদ।
জ্বী। এরপর অবশ্যই ইউনিক ছবি দেয়া হবে।
সুন্দর মতামতের জন্য ধন্যবাদ। ভালো থাকুন।
হালিমা আক্তার
সুখের ভাগি সবাই হয়। দুঃখের সঙ্গী কেউ নয়। রক্তাক্ত হৃদয় আপন চোখ দেখতে হয়। শুভকামনা।
স্বপ্নীল মেঘ
একদম বুবু। ধন্যবাদ। ভালো থাকুন।
হালিম নজরুল
কিছু বলতে না পারার কষ্ট অনেক বেদনাদায়ক।
স্বপ্নীল মেঘ
একদম। চুপ থাকা অনেক বেদনার।
ধন্যবাদ ভালোবাসা রইলো।