
আমি শেষমেষ নির্বাসনে যেতে চাই! যাচ্ছিও বটে।
লোকালয়ের প্রবেশদ্বার দিয়ে শুরু করে শ্মশানের
রথযাত্রার অগ্নিকুণ্ড পেরিয়ে আজ আমি মুক্তমনা।
সমাজের দুর্গন্ধে প্রকৃতি যেখানে মরাপ্রায়, সেখানে
আমার উপস্থিতি নিছকই।
আকাশ হতে আজ বৃষ্টি নামতে ভয় পায়। কালো মেঘ
উচ্ছিষ্ট করেনা নীলে ঘেরা আবরন। অভিমানে ঘর
ছাড়া পাখিটিও ভুলে গেছে অতীতের চেনা পথ।
নিকষকালো রাত্রিতে পথহারা পথিক গন্তব্য খুঁজে নাহ,
কোথায় যেনো তার একটা অভিমান! এ অভিমানের
অর্থ নেই, শেষ নেই যেনো কেউই বাধ্য নয়।
পিচঢালা কংক্রিটের পথ বেয়ে, অপূর্ণ আবদারে মরে
যাওয়া মানুষটির গোর ছেড়ে এগুচ্ছি আমি নির্বাসনে।
গোটা নীল রঙের সমুদ্র পেরিয়ে ঘন সবুজ অরন্যে
আমার একটা ছোট্ট ঘর হবে। শিমুল গাছটি যেখানে
দাঁড়িয়ে ঠিক তার নিচে।
গোটা অরন্য শাসন করবো আমি! স্বাধীনতার জাগরন
বুকে পুষে আমি থেকে যাবো নির্বাসনের নির্মমতায়।
সমাজ? রাষ্ট্র? ফ্যামিলি? প্রেমিকা? কেউ পাবেনা খুঁজে!
আড়ালের নাগালে থেকেও কেউ আমাকে স্পর্শ
করতে পারবেনা। আমি আমার বিমূর্ত রূপের সাথে প্রেম
করবে সবুজ প্রকৃতি, মৃত শকুন কিংবা হিংস্র হিংসা।
তোমাদের বুকে বেয়নেট খুঁচিয়ে আমি নির্বাসনে যাচ্ছি।
ফিরবোনা আমি! নিশ্চিহ্ন হয়ে না যাওয়ার আগে।
আকাশে আমার ঠাঁই হোক সন্ধাতারা বেশে তবুও তোমাদের সমাজ আমি ঘৃণা করি।
১২টি মন্তব্য
সাবিনা ইয়াসমিন
দ্রোহের কবিতায় সাধারণত বিদ্রোহ টাকেই ফোকাস করা হয়। এই কবিতায় অভিমানের সাথে আরও অনেক কিছু প্রকাশ হয়েছে। বেশ ভালো লিখেছেন। বলতে দ্বিধা নেই আপনার লেখার হাত খুব পরিনত, পরিপক্ক।
❝আমি আমার বিমূর্ত রূপের সাথে প্রেম
করবে সবুজ প্রকৃতি, মৃত শকুন কিংবা হিংস্র হিংসা❞
এখানে “আমি” বাদ দিলে হয় না?
❝ আমার বিমূর্ত রূপের সাথে প্রেম
করবে সবুজ প্রকৃতি, মৃত শকুন কিংবা হিংস্র হিংসা❞
এভাবেও লাইন টা পড়তে ভালো লাগে।
ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
স্বপ্নীল মেঘ
ধন্যবাদ। এখানে আমি একটু বাড়তি ‘আমি’ শব্দ টা ব্যবহার করেছি।
নিজেকে খুব শক্ত ভাবে উপস্থাপন করার প্রয়াসে শব্দটি ব্যবহৃত হয়েছে।
তবে আপনার কথা অনুযায়ী ওভাবেও সুন্দর হয়।
ভালো থাকুন। এভাবে আমাকে অনুপ্রেরণা দেয়ার জন্য।
তৌহিদুল ইসলাম
মুক্তমনে অবারিত প্রেম বয়ে আনুক অনাবিল শান্তি। দিনশেষে আপনজনেরাই পাশে থাকে কিন্তু।
শুভকামনা জানবেন।
স্বপ্নীল মেঘ
একদম।
এই আপনজন বেলাশেষেও থাকুক।
ভালোবাসা রইলো। ভালো থাকুন।
রোকসানা খন্দকার রুকু
এমনটা আমারও ভালো লাগে। শুভ কামনা আপনার জন্য
ভালো থাকবেন।
স্বপ্নীল মেঘ
যাক এখানেই লেখার স্বার্থকতা।
ধন্যবাদ বুবু। ভালো থাকুন।
আরজু মুক্তা
বিবাগী জীবন ভালো লাগেনা। সুখ দুঃখকে নিয়েই এগিয়ে যেতে পারলেই জীবনের সার্থকতা। জীবনকে পলায়ন করে জীবন উপভোগ করলে জীবনের মানেটাই পাল্টে যায়। যুদ্ধ করেই জীবনকে সাজাই নতুন করে।
ভালো থাকুন সবসময়
স্বপ্নীল মেঘ
এভাবে যদি কথার মতোন জীবন সহজ হয়ে যেতো বুবু তাহলে সব হয়ে যেতো।
ধন্যবাদ বুবু।
আরজু মুক্তা
সংগ্রাম ছাড়া কিছু হয়?
হালিমা আক্তার
সমাজ মানুষের সৃষ্টি। মাঝে মাঝে একাকীত্ব ভালো লাগলেও নির্বাসন পছন্দ নয়। সবার মাঝে বাস করার আনন্দই আলাদা। নির্বাসিত জীবনের অবসান হোক। শুভকামনা।
আশরাফুল হক মহিন
আমি কিছু বলতে চাই না শুধু ভালোবাসা দিয়ে গেলাম।
আমার সকল কবিতা নির্বাসনে পাঠিয়ে দিলাম।
স্বপ্নীল মেঘ
নির্বাসনে স্বাগতম। আপনার মতোন একজন সঙ্গী খুঁজেছিলাম দুঃখ ভাগাভাগি করার জন্য।
ধন্যবাদ। ভালো থাকুন।