
মদিনায় মসজিদে নববী স্থাপিত হওয়ার পর সকলের সামনে মহানবী (স) খুতবা দেন।যা আমাদের আমাদের প্রত্যেক সময়ের মানুষের জন্য সঠিক নির্দেশনা,
‘ভাইয়েরা, ভালো কাজে এগিয়ে যাও। নিজেদের জন্য ভালো আমল আল্লাহর কাছে জমা করো। জেনে রাখো, আল্লাহর শপথ! তোমাদের প্রত্যেকের জীবনেই মৃত্যু এসে হাজির হবে। সেদিন তোমরা তোমাদের যাবতীয় সম্পদ পিছনে ফেলে যাবে। তোমাদের পালিত পশুগুলো সেদিন প্রতিপালকহীন অবস্থায় পড়ে থাকবে। সেদিন তোমাদের আর আল্লাহর মাঝে কোনো দোভাষী থাকবে না, কোনো পর্দা থাকবে না। সেদিন তোমাদের রব তোমাদের প্রত্যেককে জিগ্যেস করবেন, “তোমাদের কাছে কি আমার রাসূল যায়নি? সে কি তোমাদের কাছে আমার বার্তা পৌঁছে দেইনি? আমি তোমাকে অর্থবিত্ত দিয়েছি, আমার নিয়ামতে তোমাকে পরিপূর্ণ করে রেখেছি। কিন্তু তুমি নিজের জন্য, এই দিনের জন্য কি আমল পাঠিয়েছো?” সেদিন প্রত্যেকে তার ডানে বামে অসহায়ের মতো তাকাবে কিন্তু কিছুই দেখতে পাবে না। অতঃপর সামনে তাকিয়ে সে দেখতে পাবে জাহান্নামের আগুন!
তাই তোমাদের সাধ্যানুযায়ী নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করার চেষ্টা করো। যদি একটি খেজুরের অংশবিশেষ দান করা তোমার সাধ্যে কুলায় তবে তাই করো। যদি এটুকু করারও সামর্থ্য না থাকে তবে দুটি ভালো কথা বলো, ভালো আচরণ করো। জেনে রেখো, প্রত্যেকটি ভালো কাজকেই আল্লাহ তাআ’লা দশ থেকে সাতশ গুণ পর্যন্ত বর্ধিত করেন। আল্লাহর নিরাপত্তা, মমতা আর বারাকাহ তোমাদের ঘিরে থাকুক। ‘
– সীরাহ মুহাম্মদ (স)
২৪টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
আপু সুন্দর উপস্থপন। এখানে কোটেশন দিলে ভাল হতো।
এখন আমরা অসহায়। করোনায় দেখুন কি অবস্থা।
আর জাহান্নাম তো আরো পরাহত, আরো কঠিন থেকে কঠিনতর।
ধন্যবাদ।
জান্নাতুল ফেরদৌস সায়মা
ধন্যবাদ!
মোঃ মজিবর রহমান
সোনেলা লিখার জন্য আপনাকে অভিনন্দন। আরো লিখুন পড়ার অপেক্ষায় থাকলাম।
সুপায়ন বড়ুয়া
সোনেলার উঠানে স্বাগতম আপু।
সকল ধর্মে ভাল কথা বলে।
ধর্মের অনুশাষন সবাই মেনে চললে
সমস্যা থাকার কথা নয়।
শুভ কামনা।
জান্নাতুল ফেরদৌস সায়মা
ধন্যবাদ!
সমাজে সবাই একসাথে ভাল থাকুক,এই দোয়া থাকল।
জিসান শা ইকরাম
স্বাগতম আপনাকে সোনেলায়।
নিয়মিত লেখুন। অন্যদের লেখাও পড়ুন।
ব্লগ বিষয়ে যে কোন সমস্যায় মন্তব্যে লিখে জানান।
সবার মন্তব্যের জবাব দিন।
শুভ ব্লগিং।
জান্নাতুল ফেরদৌস সায়মা
ধন্যবাদ ভাইয়া।
উর্বশী
স্বাগতম সোনেলা পরিবারে,
সুন্দর লেখা নিয়ে হাজির হয়েছেন।আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা। আমিও নতুন,আমরা নিজের লেখার পাশাপাশি অন্যের লেখা পড়বো । ভাল থাকুন।
জান্নাতুল ফেরদৌস সায়মা
ধন্যবাদ এবং শুভকামনা আপনার জন্য!
নিতাই বাবু
সুন্দর পোস্ট! আপনাকে সোনেলা প্লাটফর্মে স্বাগত। আশা করি সবসময় আমাদের সাথে থাকবেন। আপনার জন্য শুভকামনা থাকলো।
জান্নাতুল ফেরদৌস সায়মা
অসংখ্য ধন্যবাদ
ফয়জুল মহী
স্বাগত আপনাকে । ভালো লাগলো লেখা ।
জান্নাতুল ফেরদৌস সায়মা
ভাল লেখা ছড়িয়ে দিতে পেরে আমি কৃতজ্ঞ!
আলমগীর সরকার লিটন
অনেক কিছু স্মরণ করেদিয়েছেন আপু
অনেক শুভেচ্ছা রইল—————–
জান্নাতুল ফেরদৌস সায়মা
আশা করি আল্লাহ তাআলা সকলের মন ভাল দিকনির্দেশনায় পূর্ণ করবেন। আমিন!
তৌহিদ
সোনেলায় স্বাগতম আপনাকে। নিয়মিত লিখুন।
জান্নাতুল ফেরদৌস সায়মা
আশা করি সবসময় অনুপ্রেরণা দিবেন ইনশাআল্লাহ!
আরজু মুক্তা
ভালো লাগলো। দান করলে সম্পদ বেড়ে যায়।
স্বাগতম আপু সোনেলায়
জান্নাতুল ফেরদৌস সায়মা
ধন্যবাদ আপু।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
সমস্যা হল আমরা সবাই কম বেশি সবাই জানি। অত্যন্ত দুঃখের বিষয় সে অনুযায়ী আমল করিনা। মহান আল্লাহ্ রাব্বুল আলামীন সবাইকে বুঝার তৌফিক দিন। আমিন। ধন্যবাদ।
জান্নাতুল ফেরদৌস সায়মা
আল্লাহ ওয়াযজা ওয়াজাল সবাইকে ন্যায়ের পথে চালনা করুক।আমিন
রোকসানা খন্দকার রুকু।
আমাদের সত্য ও ন্যায়ের পথে চলাই উচিত। ভালো লাগলো।
জান্নাতুল ফেরদৌস সায়মা
সবাই চেষ্টা করব,ইনশাআল্লাহ
উর্বশী
আন্তরিক ধন্যবাদও কৃতজ্ঞতা । সবাইকে সত্য ও৷ ন্যায়ের পথে চলা উচিত।