
বিয়ের পর এই প্রথম অতলদা ভাবিকে নিয়ে বাড়িতে এসেছে।
বাইরে বৃষ্টি হচ্ছে। সেইরকম বৃষ্টি। টিনের চালে বৃষ্টির শব্দ খুবই ভালো লাগছিলো। এমন সময়ে ভাবিকে ইনিয়েবিনিয়ে খুব কষ্টে রাজি করালাম। ততক্ষণে রান্নাঘর থেকে খিচুড়ি আর মাংসের ঘ্রাণ এসে জিভটা নড়বড়ে করে দিয়েছে। কিন্তু বারবার শত চেষ্টা করেও কোন লাভ হলোনা। কেন জানি আজ ক্ষুধাও মন্দা। আমি ভাবিকে বেশ কয়েকবার অনুরোধ করার পর ভাবি রাজি হয়ে গেলো। তখন মনের ভিতর শীতল বাতাস এসে রোমাঞ্চিত করে দিলো। অবশ্য আম্মু পাশের ঘরে ঘুমিয়ে ছিলো।
ভাবি ফিসফিস করে বলতে লাগলো – এবার কি হবে তোর? এই আমি তোরটা খেয়ে নিলাম।
আমি কিছুই বললাম না। শুধু ভাবির দিকে তাকিয়ে থাকলাম। সে কি ইয়ার্কি!
কিছুক্ষণ পরে আমিও ফিসফিস করে বললাম – এবার তোমার কি হবে? এই আমি তোমারটা খেয়ে নিলাম। এখন চুপ করে মুখ বুঝে সহ্য…। এখন শুধুই আমার পালা। শুধু খেয়েই যাবো।
কি বলেছিলাম না তুমি আমার সাথে পারবে না। বিশ্বাস হলো তো। মুখেই শুধু বড় বড় কথা। কাজের বেলায় কিচ্ছু না।
কিছুক্ষণ পরে আমার কাছে হেরে গিয়ে ভাবি বলছে – হুমম, হেরেছি। তাতে কি হয়েছে? আমার সাথে তোমাকে খেলতেই হবে।
হুমম, খেলবো। সমস্যা কি?
ভাবি বললো – হুমম, তখনই দেখা যাবে।
হুমম হইছে। এখন চলো লুডু খেলা বন্ধ করে খিচুড়ি আর মাংস…।
১৬টি মন্তব্য
এস.জেড বাবু
না খেলা চলবে
নতুন ভাবির সাথে লুডু খেলতে গেলে খিদে লাগে নাকি ?
ভালই লেগেছে টক ঝাল গল্পকারের গল্প।
নৃ মাসুদ রানা
সেরকম খেলার সংযোজন আছে অবশ্যই। হয়তো পরের অংশে পেতেই পারেন।
এস.জেড বাবু
তাইলে তো অপেক্ষায় থাকবো অবশ্যই
হালিম নজরুল
চমৎকার লেখা।
নৃ মাসুদ রানা
ধন্যবাদ প্রিয়..
সুরাইয়া পারভিন
ভালো লিখেছেন
নৃ মাসুদ রানা
ধন্যবাদ প্রিয়
সঞ্জয় মালাকার
চমৎকার লেখা,
৷ চলুক লুডু খেলা।
নৃ মাসুদ রানা
চলুক নিজস্ব গতিতে
তৌহিদ
লেখাটি ব্যাঙ্গাত্মক হাস্যরসাত্মক নাকি সুড়সুড়ি মুলক? যদিও ব্যক্তিগতভাবে আমি এমন ইয়ার্কির পক্ষে নই। আপনার কিছু ভাষা আমার কাছে অন্যরকম লেগেছে-
১.আমি ভাবিকে বেশ কয়েকবার অনুরোধ করার পর ভাবি রাজি হয়ে গেলো। তখন মনের ভিতর শীতল বাতাস এসে রোমাঞ্চিত করে দিলো।
২. অবশ্য আম্মু পাশের ঘরে ঘুমিয়ে ছিলো।
ভাবি ফিসফিস করে বলতে লাগলো – এবার কি হবে তোর? এই আমি তোরটা খেয়ে নিলাম। এখানে কি উল্লেখ করলে হতোনা লুডুর গুটি খেয়ে নিলাম!!
৩.কিছুক্ষণ পরে আমিও ফিসফিস করে বললাম – এবার তোমার কি হবে? এই আমি তোমারটা খেয়ে নিলাম। এখন চুপ করে মুখ বুঝে সহ্য…। এখন শুধুই আমার পালা। শুধু খেয়েই যাবো। কি খেয়ে যাবে বলবেন?
৪. কি বলেছিলাম না তুমি আমার সাথে পারবে না। বিশ্বাস হলো তো। মুখেই শুধু বড় বড় কথা। কাজের বেলায় কিচ্ছু না।কি কাজ বলুনতো?
৫.হুমম, খেলবো। সমস্যা কি?
ভাবি বললো – হুমম, তখনই দেখা যাবে।
কখন কি খেলবে বলুনতো?
লুডুর ছলে চটি গল্প পড়ালেন নাকি?
নৃ মাসুদ রানা
সেরকম ইচ্ছেয় লেখা হয়নি।
শুধু গল্পের মাঝে ডুবে থাকার জন্য কিছু কথা উল্লেখ করা হয়েছে। পাঠকের সমস্যা কিংবা যৌন হয়রানি অথবা চটি হলে অবশ্যই লেখাটি আমি সরিয়ে নেব।
জিসান শা ইকরাম
শেষ কবে লুডু খেলেছি, মনে নেই।
শাপ লুডু পছন্দের ছিল আমার।
আমাদের অনেকের ছেলে মেয়ে ছোট ভাই বোন সোনেলা পড়ে,
একটু খেয়াল রেখে লিখবেন, আমাদের বড়দের সমস্যা নেই।
ছোটদের কথা ভাববেন একটু।
শুভ কামনা।
নৃ মাসুদ রানা
ধন্যবাদ প্রিয়, অবশ্যই মনে থাকবে..
কামাল উদ্দিন
ব্যতিক্রমী, তবে বেশ ভালো লাগলো 🙂
নৃ মাসুদ রানা
ধন্যবাদ, পাশে থাকুন।
কামাল উদ্দিন
আছি পাশে, সব সময়।