
প্রিয় জন্মভূমি….. তোমাকে জানাই সহস্র সালাম।
দেখো মা ছেলের কান্ড,
মা কাঁদছে, আর ছেলে পানিতে ভাসছে,,
নদী,
নদী তুমি দাওনি স্থান….
স্বপ্ন দেখার দিন,
ভাসিয়ে নাও কাঁদিয়ে যাও
তুমি’ই থাকো স্বাধীন!
নদী, তোমার তীরে ঘরক্ষাণি মোর
শ্রমে ঘামে গড়া,
তুমি আমায় করলে পর,
স্হান শূন্য হারা!
নদী তুমি মায়ের বুকটা ভাঙলে ….
মায়ের চোখে জল দেখে তুমি কেন হাসো,
নদী তুমি চেয়ে দেখো…
মা হারা সেই ছেলে’টা আজ
তোমার বুকে ভাসে?
নদী তুমি শান্ত থাকো,দুকূল করে আপন,
আপন স্হান খুঁজে পাবে বাংলার জনগন।
সঞ্জয় মালাকার//
ভুল হলে ক্ষমা করবেন ধন্যবাদ।
১১টি মন্তব্য
শাহরিন
আপনজন হারানো অনেক বেদনা দায়ক পৃথিবীর সব জীবের কাছে।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ আপু,
অনেক অনেক কৃতজ্ঞতা ।
শাহরিন
দাদা অপরাধ না নিলে একটি কথা বলি, আমি ছবির সাথে লেখাটির মিল একটু কম পাচ্ছি।
জিসান শা ইকরাম
আমিও মিল খুঁজে পাইনি।
সঞ্জয় মালাকার
না আপু অপরাধ হবে কেনো আপনি তো যেটা সত্য সে কথাই বলছে, আমিও জানি লেখা আর ছবির মিলনেই।
তবে আপু যে ভুমি তে জন্ম আমার সেটাও তো আমার মা, আর মায়ের বুকে নদী , সেই নদীতেই মায়ে সন্তান ভাসছে।
ধন্যবাদ আপু নিরন্তর শুভেচছা রইলো।
জিসান শা ইকরাম
বানান গুলো একটু দেখুন আপনি, অনেকেই আপনার বানানের কথা বলছেন।
পোষ্ট দেয়ার পরে আপনার নিজের লেখা আপনি দেখুন ভালোভাবে।
সংশোধন করা যায় সম্পাদনায় ক্লিক করে।
একজন মন্তব্যকারী যখন দেখেন আপনি তার পরামর্শ অগ্রাহ্য করছেন, এরপর কিন্তু তিনি আর আপনার লেখায় আসতে আগ্রহ পাবেন না।
শুভ কামনা।
সঞ্জয় মালাকার
ঠিক আছে ভাইয়া সংশোধন কারে নেবো , আমি সব সময় চেষ্টা করি
ভালোভাবে লিখার,
কিন্তু কি করে যে ভুল হয়ে যায় আমি নিজেই আশ্চর্য হয়ে যাই। ধন্যবাদ ভাই শুভ রাত্রী।
জিসান শা ইকরাম
একটু শতর্ক হলেই হয়।
আমি চাচ্ছি আপনার লেখা গুলো নির্ভুল হোক।
সাবিনা ইয়াসমিন
বেদনাভরা লেখা। নদী যেন সব স্বাধীনতা হরন করে নিজে স্বাধীন হয়েছে। নৌকা-ডুবি বা পানিতে ডুবে কত শিশু/কিশোর আর মায়ের সন্তানরা হারিয়ে যায়। এখন বর্ষা মৌসুম, নদীর প্রতি আর্তি নিয়ে লেখাটি ভালো হয়েছে দাদা।
শুভ কামনা 🌹🌹
সঞ্জয় মালাকার
ধন্যযোগ্য হলাম আপু
অনেক অনেক শুভেচ্ছা ও ভালো লাগা, ভালোথাকুন সব সময় নিরন্তর কামনা রইলো।
আরজু মুক্তা
মানুষ মরে গেলে,কেউ রাখতে চায়না!!মনে রাখে না!!এটাই নিয়তি