
রংধনুর এই রঙের মেলায়,
মেতেছি আজ আজানা খেলায়।
ছুটে চলি অজানা স্বপ্নের পথে,
ছুটে চলি অনিশ্চিত জীবনের সাথে।
চলি-ফিরি অজানা এক ছায়ার সন্ধানে,
এসেছি বারে বারে অজানা মায়ার বন্ধনে।
এই অজানা ছায়ায়-
এই অজানা মায়ায়-
ছুটে চলেছি আজো এই “আমার আমি”।
অজানার পথে আজো আজানা “তোমার আমি”।
রঙের খেলায়,জীবনের মেলায়,
আজো পথ চেয়ে আমি অবেলায়।
বসে আছি আজো সত্যের সন্ধানে,
হারাবো না কখনো হতাশার অঙ্গনে।
৭টি মন্তব্য
জিসান শা ইকরাম
বুঝতে পেরেছি ফুল আপনি ভালোবাসেন। এক কাজ করুন ভাই, এই ফটোটা আপনি আপনার প্রফাইল পিকচারে দিয়ে দেন। তাহলে আর আমার আমির পরের পর্ব গুলেতে কস্ট করে দিতে হবে না।
মুইদুজ্জামান
আইডিয়াটা ভাল । কিন্তু আমি কোন প্রোফাইল পিকচার দিতে চাচ্ছি না
জিসান শা ইকরাম
প্রফাইল পিকচার না দেয়ার আইডিয়াটাও ভালো।
সবার থেকে আলাদা, ভিন্ন এক মানুষ।
তবে আমরা সবার মধ্যে থেকে আলাদা থাকতে চাইনা, একারণে প্রফাইল পিকচার দিয়েছি।
প্রহেলিকা
জিসান শা ইকরাম বলেছেন
বুঝতে পেরেছি ফুল আপনি ভালোবাসেন। এক কাজ করুন ভাই, এই ফটোটা আপনি আপনার প্রফাইল পিকচারে দিয়ে দেন। তাহলে আর আমার আমির পরের পর্ব গুলেতে কস্ট করে দিতে হবে না।
রিতু জাহান
ছায়ার মায়া।
ফুলকে আমরা সবাই তরতাজা দেখতে চাই। তবু মনে হয় তাকে ছিঁড়ে এই হাতে বা খোঁপায় রেখে দেই
ভালো লিখেছেন। লিখুন বেশি বেশি করে ও পড়ুন।
মুইদুজ্জামান
ধন্যবাদ
তৌহিদ
এভাবেই ফিরে আসুক বারে বারে রঙের খেলা, জীবনের মায়ায়।