সারাদিনে ফেসবুকে অনেকের দেশপ্রেম নিয়ে জ্বালাময়ী বক্তব্যে অসহ্য লেগে যায়। অথচ সামনা সামনি গড়ে দু’জন মানুষকেও পাইনা যারা প্রকৃত দেশপ্রেম নিয়ে কথা বলে।
এ দেশে কিছু হবেনা, উন্নয়ন সম্ভব নয়, নিরাপত্তা নেই, বাকস্বাধীনতা নেই, অমুকের কি হবে? তমুকের জন্য সব রসাতলে গেলো এসব যারা ফেসবুকে দাঁত চিবিয়ে চিবিয়ে বলেন তারা দেশে কেন থাকেন? দেশেতো আপনাদের কিছু হচ্ছেনা তাই বিদেশ পাড়ি দেয়াই উত্তম।
আর কিছু বাংলাদেশীদের দেখি বিদেশ থেকে ফেসবুকে তাদের দেশপ্রেম উথলায় উথলায় পড়ে। এত প্রেম যে কলসীতে আর জায়গা না পেয়ে গড়িয়ে গড়িয়ে চলে যায় তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত। বলি এতই যদি দেশপ্রেম তাহলে আপনার মুল্যবান শ্রম বিদেশে না দিয়ে দেশে এসে কাজে লাগান প্লিজ! আমরা উপকৃত হবো।
দেশপ্রেম নিয়ে একটা কোচিং সেন্টার খুললে মন্দ হয়না! ফেসবুকের অতিমাত্রায় বুলি আওড়ানো দেশপ্রেমিকগন হবেন এটার হর্তাকর্তা। ছুটিছাটা নিয়ে যখনি যারা দেশে আসেবেন তারা আমার মত আমপাব্লিকদের দেশপ্রেমে উদ্বুদ্ধকরণ ক্লাস নিবেন। অবশ্যই ফ্রীতে, দেশপ্রেম শেখানোর মত মহৎকর্মে টাকা পয়সা লেনদেন করা ঠিক না।
আমার সাদা মনে কাঁদা নেই, যখন যা দেখি তাই বলি। আর একটা কথা ছিলো, ইয়ে মানে বলছিলাম কি – কারো কাছে রেসিডেন্ট স্পন্সর ভিসা দেয়ার সামর্থ্য থাকলে আমারে ইনবক্স করবেন প্লিজ। সত্যিই আমিও বিদেশ যেতে চাই। প্রমিজ! মাঝেমধ্যে দেশে এসে দেশের উপকারে নিজেকে সঁপে দেব।
১০টি মন্তব্য
মায়াবতী
:c
তৌহিদ ইসলাম
ধন্যবাদ
মৌনতা রিতু
হা হা হা, ভাই ভালোই ঝাড়লেন। আসলেই ফেসবুকে সবাই দেশপ্রেমিক, সবাই সবার প্রেমিকও বটে😛
আমি তাদের পোস্টে ঢুও মারি না ভাই। যারা ভাব মেরে থাকে তাদের তো টোটালে ইগনোর করি।
একটা কথা আছে না, ফাঁটা ঢোল বাজে বেশি। তাই হইছে এদের অবস্থা।
ভালো লিখেছে। ভালো থাকুন ভাই।
তৌহিদ ইসলাম
ফেসবুকে দেশপ্রেমিকের অভাব নাই, বাস্তবে সব ফাকা কলসি আপু। কাজের বেলায় অনেককেই পাওয়া যায়না। ধন্যবাদ,ভালো থাকবেন।
মোঃ মজিবর রহমান
শুধু ফেসবুকে নই ভাই। ইন্টারনেট জগতেই বেশি। দেশপ্রেম।
ভাল বলেছেন।
তৌহিদ ইসলাম
ধন্যবাদ ভাই
জিসান শা ইকরাম
ফেসবুকে সবাই লাইকের ধান্ধ্যায় আছে,
একদল আছে সাহায্য পোস্ট দেয়, অপারেশনে টাকা লাগবে, এরা বাস্তব জীবনে কাউকে কিছু দেয় কিনা সন্দেহ আছে। ফেসবুকে সাহায্য না করে নিজের আশেপাশের লোকদের সাহায্য করা উচিৎ
তৌহিদ ইসলাম
আপনার সাথে একমত ভাই
নীলাঞ্জনা নীলা
দেশপ্রেম নিয়ে বলার মতো কিছু নেই। তবে আমি দেশের বাইরে থাকি। একটা মেয়ে বিয়ের পর শ্বশুরবাড়ী চলে গেলেও বাবার বাড়ীর প্রতি ভালোবাসার বদল হয়না। আর বাবার বাড়ীর ভালো-মন্দ দুটোই কিন্তু জীবনকে প্রভাবিত করতে থাকে। বোঝাতে পেরেছি কি?
তবে ফেসবুকের কথা কী বলবো! ভার্চুয়াল জগতের মানুষরা কখনো আপন হয়না। এ কথাটা শুনতে খারাপ লাগলেও, এটাই সত্যি।
সাবিনা ইয়াসমিন
আমার মনের মত একটি লেখা পড়লাম !!সোস্যাল মিডিয়া হলো যাবতীয় প্রেমের হাট বাজার।তবে ঘৃনাও কম বেচাকেনা হয় না।বিশেষ করে দেশ নিয়ে। একবার শুধু কেউ একটা লুংগী চুরির স্ট্যাটাস দিলেই হলো,,,কেউ কেউ কমেন্ট করতে করতে “বাংগালী চোরের জাতি” শেষে এই বলে খান্ত হবে।এটা বলে সে যে নিজের বাপ দাদা সহ নিজেকেও চোর বানিয়ে দিলো সেই বোধ টাই হারিয়ে ফেলে !!!