কোন পথে তরুন-তরুনীরা????

আবদুর রাহমান নাঈম ২৬ মার্চ ২০১৭, রবিবার, ০৭:৫০:৩৩অপরাহ্ন বিবিধ ৬ মন্তব্য

বিকেলে হাঁটতে বের হয়ে কিছু সময়ের জন্য মনে হচ্ছিল আজ ভালোবাসা দিবস।
..
পান্জাবী পরা তরুনের পাশে লাল-সবুজ শাড়ি পরা তরুনির হাতে হাত রেখে পথচলা।রিকশায় একটু দুষ্টমি কিন্তু মন্দ নয়।লেকের পাড়ে পার্কের চিপায় একটু পান্চিং পুন্চিং হলে সমস্যা কি????
..
আমরা পারি ভাই সত্যিই পারি।কোন উপলক্ষ পেলেই প্রকাশ্যে অপ্রকাশ্যে পরিবেশকে অশ্লিলতায় ভারি করে তুলতে।
..
বাতাসে অশ্লিলতার গন্ধ নিতে খুব খারাপ লাগে।অশ্লিলতার গন্ধ আমার অসহ্য লাগলেও অনেক মেয়ের পেট ভারি হয়ে বুমি করার উপক্রম হয়।যাক ঐ দিকে না হয় না ই গেলাম।
..
সারাদিন অশ্লিলতায় মেতে উঠা এমন হাজারো পাঠক ভাবছেন উনার মনে হয় গার্লফ্রেন্ড নাই তাই এমন বলছেন।ধারনাটা ভুল আমিও প্রেমিক তবে আপনাদের মতো অশ্লিল প্রেমিক নই।
..
ভালোবাসুন অশ্লিলতাকে নয়, মনকে।দেহ নয় মনটাই প্রাধান্য পাক প্রতিটি ভালোবাসায়।
..
কার কাছে বলছি দুঃখের কথা,
সব সালা এক সুঁতোয় গাঁথা। 17554065_1949712808583460_2580906081528934835_n

৫০৮জন ৫০৮জন
0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

  • কোনো মন্তব্য নেই!

ফেইসবুকে সোনেলা ব্লগ