#অনুভূতির নীল ক্যানভাস…
-আলমগীর হোসাইন
তুমি আছো অনুভূতির নীল ক্যানভাসে |
তুমি আছো যাপিত জীবনের সব খাম খেয়ালি অবসরে |
তুমি আছো পার্থিব সব সুখের অনুভতিতে |
তুমি আছো একস্টিক গিটারের রুপালি তারে |
তুমি আছো লংড্রাইভের অবচেতন ভাবনায় |
তুমি আছো বরফমাখা শহরের স্লোত হয়ে
আসা গাড়ির স্টিয়ারিংয়ে |
তুমি আছো রবি ঠাকুরের প্রতিটি গানে |
তুমি আছো গোধুলী বেলার ব্ল্যাকপুলের দূসর বালিতে |
তুমি আছো নিকেলমাখা রুপালি রাতের আড্ডায় |
তুমি আছো জীবন বৈতরণীর প্রতিটা কষ্টের লিপিতে |
তুমি আছো লেইক ডিস্টিকের শেষ বিকেলের পাহাড় ছুঁয়ে ছুটে আসা দমকা হাওয়া |
তুমি আছো মধ্যরাতের নিদ্রাহীন চোখের অসম্ভব অস্থিরতায় ||
তুমি আছো হলিডের তীব্র তুমুল আনন্দ-কাতরতা মাখা স্বর্গপুষ্পঘ্রানে |
তুমি আছো আমার বাড়ির বাগানের সব গুলো গোলাপের সৌরভে |
তুমি আছো রাতের ক্ষুদ্র জোনাকীর আলোতে |
তুমি আছো জ্যোৎস্না রাতে চাঁদ দেখার তুমুল আনন্দে |
তুমি আছো ভোরের শেফালী হয়ে পড়ে থাকা সবুজ ঘাসে সুন্দর মধুভরা উষ্ণতায় |
তুমি আছো আমার আইপ্যাডের কিবোর্ডের প্রতিটা বাটনে |
তুমি আছো আমার সাপ-লুডু খেলার
(ব্যবসার) সকল প্রেরণায় |