ক্ষীতিশ চন্দ্র মন্ডল স্যার
আমায় বাংলা পড়াতেন
ষষ্ঠ থেকে দশম.. দিনদিন প্রতিদিন…
এক অন্ধ বধুর বুকের যষ্টি মধুর
রস আস্বাদন করিয়েই তবে ছাড়তেন।
.
সেই মেয়েটিও বাংলায় পড়ত
যার কাছে শিখেছিলাম ভালোবাসার প্রথম বর্ণমালা!
শাটল ট্রেনে পাশাপাশি অনুভবে ভালোলাগায়
দু’জন কখন যেন বড্ড কাছাকাছি!
.
একদিন সে ওড়না ফেলে দিয়ে বলেছিল-
‘ ছুঁয়ে দেখতো আমায়
একটুও কি বুঝে আসে বন্ধু
ভালোবাসি কিনা তোমায়?’
অনুভবের পাগলা ঘোড়ায় চড়ে
সেদিন ছুঁয়ে দেয়া হয়নি ওকে
যার বাউন্ডারি বিহীন বুকের উপত্যকা
প্রলোভনের ক্যাকটাস সজীবতায় ছেয়ে ছিল বলে
ধরা হয়নি- ছোয়া হয়নি- বুঝা হয়নি তাকে!
.
সেই থেকে আজো খোলা হয়নি হৃদয়ের রুদ্ধ দুয়ার
ভালোবাসা প্রেম হয়নি পুড়ে পুড়ে
তাই এখনও শুণ্যতা কেবলি এ হৃদয় জুড়ে।
.
আজো বাংলা নিয়ে মেতে আছি
ক্ষীতিশ স্যার আজ আর নেই..নেই সেই মেয়েটিও
যার বুকের উপত্যকা হতে পারত আমার ভালোবাসার শেষ পাঠশালা!
ভালোবেসেই হেরেছি আমি
এখন ভালোবাসা-ই বিষম জ্বালা।।
১১টি মন্তব্য
আবু খায়ের আনিছ
পুরুনো স্বৃতি সত্যই বিষম জ্বালা।
ভালো লাগল।
মামুন
হ্যা ভাই, সত্যি- ই তাই।
ধন্যবাদ সাথে থাকার জন্য।
ভাল থাকুন।
নীলাঞ্জনা নীলা
সত্যি নিতে পারবেন? আজকের লেখা মন ছোঁয়নি মানে ভালো লাগেনি। কি ব্যাপার সব ঠিক আছে?
মামুন
হ্যা, নিতে পারব।
ধন্যবাদ আপনার অনুভব জানানোর জন্য।
জি, সব ঠিক আছে।
ভাল থাকুন।
রিমি রুম্মান
স্মৃতি ভাল না… কেবলই যন্ত্রণাদায়ক।
ভাল থাকুন, ভাল থাকুন।
মামুন
সহমত আপনার সাথে।
আপনিও অনেক ভাল থাকুন।
মৌনতা রিতু
আজ স্মৃতি জেন এলোমেলো। সেচ্ছায় দেওয়া প্রেম নিবেদনে আসলে অনূভুতিগুলো পাগলা ঘোড়ার মতো ছোটে না। কিন্তু আজ হঠাৎ আফসোস কেন ? নীলার মতো আমারও প্রশ্ন, সব ঠিক আছে তো ?
মামুন
এ এক নিস্টালজিক আফসোস।
জি, সব ঠিক আছে। তারপরও.. কখনো কখনো . . বাউরি বাতাসে উচাটন মন।
অনেক ভাল থাকুন।
মামুন
এ এক নস্টালজিক আফসোস।।
জি, সব ঠিক আছে। তারপরও.. কখনো কখনো . . বাউরি বাতাসে উচাটন মন।
অনেক ভাল থাকুন।
ইঞ্জা
এমনি কিছু স্মৃতি আমাকে এখনো তাড়িত করে।
ইলিয়াস মাসুদ
হায়রে স্মৃতি!!
স্মৃতি না থাকলে মানুষের অবস্থাটা আসলে কি হত তাই ভাবছি। ভাল লাগা রেখে গেলাম