#দুই বন্ধুর রাত বিরাতের আড্ডা…..

রোজা -রমজান হওয়ায় একটু ঘুরা-ঘুরি-গভীর রাতের আড্ডা খুব কম হচ্ছে |এমনও রাত গেছে আমি আর আমার দোস্ত রনি সারা রাত এখানে ওখানে লং ড্রাইভে করে ; গল্প করতে করতে গাড়িতেই সারা রাত কাটিয়ে দিতাম, খানিকটা ছেলে -মানুষির মত | রনি সুন্দর গান-গায় আর আর আমি তিড়িং বিড়িং গিটার বাজাই |

গাড়িতে ফুল হিটার চলছে, কোথাও নিরিবিলি জায়গায় গাড়িতে বসেই আড্ডাদেই দুই দোস্ত |বেশির ভাগ সময় আমিই ড্রাইভিং করতাম; রনি ফিটিং ফাটিং কণ্ঠে গান গাইতো |

#ভার্সিটিতে আমরা দুই বন্ধু একটা শর্ট কোর্স ভর্তি হই |সেই সময়টা ছিল সত্যি খুব চমৎকার |আমি ও রনি শুধু আমরা দুজনই বাঙালি বাকি সবাই কিছু ইংলিশ কিছু রাশিয়ান -উত্তর ইউরোপ -লাতিন আমেরিকার দেশ পেরুরও কিছু স্টুডেন্ট ছিল |

আমাদের বিলেতের ভার্সিটি জীবনের অনেক স্মৃতি বিজড়িত গল্প অন্য দিন লিখব |

যাই হোক, আজ ইফতার পরবর্তী আড্ডা হয় রনির বাসায় ; অনেক্ষন দুই বন্ধু মিলে আলাপচারিতা -আজকের বিষয় ছিল ঈদের কাপড় চোপড়; বিশেষ করে তার নতুন কেনা ব্লেজারটা আমার অনেক পছন্দ হয়েছে ; জারা থেকে কেনা ব্লেজারটা সাথে সাথেই অনলাইনে খোঁজনেই কিন্তু আউট অফ স্টক হয়ে যাওয়ায় আর কেনা গেলো না |রনি আমার মত খুবই পোশাক সচেতন; যেন- তেন কাপড়
আমি ও সে পড়ি না ; আমার ও তার রুজি রোজগারের একটি বিরাট অংশ ব্যয় হয় পোশাক-আসাকে |

রনি ও আমি এই বয়েসেও নিজেকে সবসময় বয়েস একুশ মনে করি |আমরা চাই সারা জীবন একুশ থাকতে |

রাত বিরাতের আড্ডা শেষ প্রান্তে সালমান খানের নতুন ছবি “সুলতান “ঈদের দিন দুই দোস্ত মিলে সিনেমায় দেখবো সিদ্বান্ত নিলাম |

আজকের আড্ডার একদম শেষে রনি গাইলো পার্থে বিখ্যাত গান—

#দেখা হবে বন্ধু কারণে আর অকারণে
দেখা হবে বন্ধু চাপা কোনো অভিমানে
দেখা হবে বন্ধু সাময়িক বৈরিতায়
অস্থির অপাগরতায়।।
দেখা হবে বন্ধু নাটকীয় কোনো বিনয়ী ভঙ্গিতে
ভালোবাসার শুভ্র ইঙ্গিতে
দেখা হবে বন্ধু নিয়ত প্রতিদিন পাশ কেটে যাওয়া
সন্ধ্যার হিমেল হাওয়ায়
দেখা হবে বন্ধু
শ্লোগান মুখর কোনো এক মিছিলে
ব্যস্ততা থেকে ধার দিলে
দেখা হবে বন্ধু
ভীষণ খেয়ালী মনের আতিথেয়তায়
উচ্ছাসে প্রনয় প্রাক্কালে….

রোজগেরে দিন শেষে আয়েসী কথার কাপে
ভুল করে নিয়ে ফেলা ভীষন সঠিক ধাপে
ফালতু আবেগে লেখা গোটা কয় ব্লগাকাশে
হয়ত স্পর্শ দেবে আমার দীর্ঘশ্বাসে …..

৬৬৯জন ৬৬৯জন
0 Shares

৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ