#প্রসঙ্গ :ক্রসফায়ার…
আইনের ছাত্র হিসাবে ক্রসফায়ারের মুটেই পক্ষে ছিলাম না ; দেশের মানুষের শান্তি ও সামগ্রিক নিরাপত্তার বৃহত্তর স্বার্থে উন্নয়নশীল দেশে এখন এর কোন বিকল্প নেই |
যেটা মালেশিয়ার সরকার করেছিলেন,অনেক বছর আগে | তাই তারা আজ অনেক উন্নত |
উন্নত দেশ ব্রিটেনেও আজ থেকে ১০০ বছর আগে এগুলো ছিল ; তাই তারা অসভ্যদের বিতাড়িত করে পুরো জাতিকে এখন সভ্য ও আইনের কাঠামোতে আনতে পেরেছে তারা |
অনেকেই হয় তো জানেন না, এই গ্রেট ব্রিটেনে আজ কয়েক বছর আগেও তারা কত অসভ্য ছিল || ১৯২৮ সালে এখানে মেয়েরা ভোটের অধিকার পায় |অথচ ইস্টইন্ডিয়া সহ নানা রক্ত চোষা কোম্পানির নামে ওরা ভারত উপমহাদেশ শাসন করেছিল ২০০ বছর | শুধু আমাদের নয় আমেরিকাও শাসন করেছিল বৃটেন অনেক অনেক বছর |এই সব কিচ্ছা কাহিনী অন্যদিন বলব ;
এখন শুধু বলতে চাই -আমরা পরাধীনতার শৃঙ্খল থেকে বের হয়ে এসেছি বেশি দিন হয়নি, মাত্র ৪৫ বছর ; তাও আবার ২১ বছর বাংলাদেশ বিরুধীরা রাষ্টীয় ক্ষমতায় ছিল ; এখন স্বাধীনতার পক্ষের শক্তি ক্ষমতায় ; কাজে সভ্য পৃথিবী নির্মাণে -অসভ্যদের জন্য মায়া কান্নার কোন মানে হয় না |
আমাদের দেশগুলোতে আইনের পুরিপুরি আওতায় আনতে সময় লাগবে ; কিন্তু মুটেই অসব্ভব নয় |
শুধু জঙ্গি নয়,যেসব ভন্ড-মুখোশ
দারী অমানুষ -জঙ্গিগুলোর পক্ষে
মায়া-কান্না দেখানো অসভ্য মানুষ নামদারী প্রাণী গুলো আর বেশির ভাগ ক্ষেত্রে চাকরির -বাকরির অভাবে বৃদ্ধি পাওয়া
হলুদ সাংঘাতিক গুলোকেও ও অদক্ষ ঘুষ খোর আমলাদের,
এমন কি অনেক ক্ষেত্রে সরকারের ভাবমূর্তি নষ্টকারী সরকারী দলেই বসবাসকারী বিষবৃক্ষ গুলোকেও এর আওতায় আনা এখন সময়ের দাবি |
১০টি মন্তব্য
ইঞ্জা
(y) (y)
জিসান শা ইকরাম
আমাদের দেশের আইনের অপব্যাবহারের সুযোগে জঙ্গিরা জামিন পেয়ে যায়,
মুক্ত হয়ে আবার খুন করে মানুষ,
এক্ষেত্রে ক্রস ফায়ারই একমাত্র প্রতিকার বলে মনে হয়।
তবে এর যেন অপব্যাবহার না হয়।
আবু খায়ের আনিছ
সমালোচনার জায়গায় সমালোচনা করাই উত্তম।
ক্রসফারায় এর প্রয়োজন যেমন আছে তেমনি অপব্যবহার প্রতিরোধ করার প্রয়োজন আছে। যাদের ক্রসফায়ার দেওয়া প্রয়োজন তাদের না দিয়ে অন্যদের দিলেই ত সমস্যা। সাম্প্রতিক সময়ের যে ঘটনাগুলো দেখছি তাতে ক্রসফায়ারকে প্রশ্ন বিদ্ধ করা হচ্ছে বইকি অন্য কিছু নয়। বিশটা মামলার আসামীকে আইন এর ফাক-ফোকঁড় দিয়ে বের করে দিয়ে একটা মামলার আসামীকে ক্রসফায়ার দেওয়া হচ্ছে, যার কাছে অনেক তথ্য লুকিয়ে আছে তাকে ক্রসফায়ার দেওয়া হচ্ছে কিন্তু যে সব কিছুর উদ্র্বে বসে এগুলো করে বেড়াচ্ছে তাদের কি করা হচ্ছে।
সুফল চাই, কুফল নয়।
মোঃ মজিবর রহমান
প্রিয় আনিস ভাই, আপনার সাথে সহমত আবার তথ্য কালেক্সন পর ফেলে দেওয়া দরকার কারন আইনের ফাকে এরা মুক্তি পায়।
তাই ক্রস্ফায়ারে শতকরা ৯৫ভাগ দাগী আসামী যায়। আমাদের যে বিচার ব্যাবস্থা ের বিকল্প নাই।
আবু খায়ের আনিছ
আমি নিজেও সেটাই বলছি, ক্রসফায়ার এর প্রয়োজন আছে, আমাদের মত দেশের বিচার ব্যবস্থায়। আর শুধু ক্রসফায়ার নয়,এর জন্য জবাবদিহিতারও প্রয়োজন আছে।
ধন্যবাদ ভাই।
আলমগীর হোসাইন
অবশ্যই অপব্যবহার কেউ আশা করে না ; কিন্তু রাস্টের বৃহত্তর স্বার্থে এর বিকল্প এখন আর কিছুই নেই |এর প্রধান কারণ এই জঙ্গি গুলো এতই শক্তি শালী, বেশির ভাগ ক্ষেত্রেই জামিন ও কোন কোন খালাসও পেয়ে থাকে |
আমাদের দেশের উচ্চ আদালতের উকিল -মুক্তারদের ও বিশেষ বিশেষ ক্ষেত্রে ছোট -মাঝারি -বড় নেতাদেরও ওরা(জঙ্গিরা ) কিনেই পেলে !
আবু খায়ের আনিছ
বিকল্প নেই, কিন্তু আপনি নিজেই বলে দিয়েছে বিকল্প এর কথা। আইনের সঠিক বাস্তবায়ণ থাকলে হয়ত এর প্রয়োজন পড়ত না।
হাস্যকর ভাবে হলেও আমাদের দেশে খুনি দাগী আসামিদের জামিন দিয়ে দেওয়া হয়।
মোঃ মজিবর রহমান
সামাজের বা দেশের জঞ্জাল দূর করতে বিকল্প নাই।
নীলাঞ্জনা নীলা
খুণীদের বিচারে ক্রসফায়ারকে সাপোর্ট করি। তবে যারা আসলে নিরপরাধ তাদের যেনো এমন পরিস্থিতিতে না পড়তে হয়।
রিমি রুম্মান
আইনের জটিল প্রক্রিয়ায় খুনিরা ছাড়া পেয়ে যায়। অতঃপর আবারো অপরাধে জড়িয়ে পড়ে। এমন করে দেশ এক নরকে পরিনত হয়। তাই ক্রস ফায়ার সমর্থন করি। কিন্তু নিরপরাধ মানুষ যেন এর শিকার না হয়। এটাও চাই মনে প্রানে।