মেয়েটা বললো ” I love You…
ছেলেটা বললো ” হু….
মেয়েটা কিঞ্চিত অবাক হইয়া বলিলো ” হু মানে! এতদিন আমার পিছে ঘুর ঘুর করছো! আমি ভাবলাম তুমি লজ্জা পাচ্ছ বলতে! তাই আমিই বললাম! আর এখন ভাব ধরো!!
ছেলেটা বললো ” হু…..
অতপর মেয়েটা কেঁদে দিলো। ;(
তারপর ছেলেটা মেয়েটার চোখের দিকে তাকালো! হাত ধরলো শক্ত করে। তারপর বললো ভালোবাসি ভালোবাসি! মন প্রাণ উজাড় করে ভালোবাসি!
মেয়েটা একটু হাসলো ! তবে চোখের অশ্রু পড়া বন্ধ হয় নি। বললো ” তুমি এমন করলে কেন?
ছেলেটা বললো ” স্যরি! আসলে একটু স্মরণীয় করে রাখতে ইচ্ছা হলো মুহূর্তটা।
মেয়েটা ছেলেটার দিকে এমন মায়াভরা চোখে তাকালো যে চোখের দিকে তাকিয়ে হাজার বছর কাটিয়ে দেয়া যায়! (3
২০টি মন্তব্য
মারজানা ফেরদৌস রুবা
এটাই সত্যিকারের প্রেম! স্বর্গীয় অনুভূতি!!!
মুহাম্মদ আরিফ হোসেইন
আহা!
ভালোবাসা যখন আসে তখন পৃথিবীটা কতই না রঙিন মনে হয়।
লীলাবতী
ওরে ভালোবাসা, এত্তোগুলা কিউট 🙂
মুহাম্মদ আরিফ হোসেইন
ভালোবাসা কিউট নাকি লেখক কিউট! বুঝলুম না :D)
ধন্যবাদ লীলবতী।
মোঃ মজিবর রহমান
আমি জীবনে এভাবে তাকাতেও পারলাম প্রেমও করতে পারলাম না।
ধুত লস্ট মাই লাইফ।
সবাই ভাল থাকুন সোনেলায়।
-{@ -{@
মুহাম্মদ আরিফ হোসেইন
আহা!
একেবারে লস্ট বলছেন কেন!
প্রেম ভালোমানুষে করে নাকি :D)
আধা পাগলরাই প্রেম করে :p
আপনিও ভালো থাকুন।
ইকবাল কবীর
লেখাটি পড়ে ভাল লাগল।
মুহাম্মদ আরিফ হোসেইন
মতামত জানানোর জন্য ধন্যবাদ ভাইয়া। 🙂
বউ বাচ্চা নিয়ে সুখে থাকুন।
ইকবাল কবীর
বিয়ে করি নাইতো ভাইয়া, বউ, বাচ্চা পাবো কই?? 😀
দীপংকর চন্দ
ভীষণ আবেগময়!!!
অনিঃশেষ শুভকামনা সুলেখক।
ভালো থাকবেন। অনেক। সবসময়।
মুহাম্মদ আরিফ হোসেইন
ভালোবাসা চিরকালই আবেগের।
আবেগ চলে গেলে সেটা আর ভালোবাসা থাকে না।
ভালো থাকবেন সবসময় আপনিও।
ব্লগার সজীব
ওয়াও, খুবই কিউট।
মুহাম্মদ আরিফ হোসেইন
😀
ধন্যবাদ।
নীলাঞ্জনা নীলা
“ভালোবাসা অক্ষরহীন, শব্দহীন, ভাষাহীন
চোখের দিকে চোখ রেখে
নীরবতার গভীরে ডুব দিয়ে কুড়িয়ে আনা মুক্তোদানা।” ——-ভালোবাসাময় লেখাটি মন্তব্যের ঘরে রেখে গেলাম।
মুহাম্মদ আরিফ হোসেইন
আহা!
কি মধুর কথা।
আপনার ভালোবাসাময় কথাগুলো হৃদয়ের কোঠরে রাখা হইলো। 🙂
জিসান শা ইকরাম
ভাল হইছে ছোট লেখা
মুহাম্মদ আরিফ হোসেইন
ধন্যবাদ ভাইয়া।
vismadeb sutradhar
বেশ লেগেছে
খসড়া
I love you.
হু
মুহাম্মদ আরিফ হোসেইন
উহু!
I love you too :p
কোন রিস্ক নেয়া হইবে না :D)
সবার সাথে কি আর হু বলা যায়!!