একের পর এক ব্লগার খুন হচ্ছে । আর আমরা জাতীগত ভাবে বিভক্ত হয়ে পড়ছি । কেউ বলছে ব্লগাররা ইসলাম অবমাননা করছে । কেউ বলছে এরা উগ্র নাস্তিক । কেউ ভাবছেন ব্লগার আর গণজাগরন মঞ্চের সাথে জড়িত থাকলে সে নাস্তিক । এদের হত্যা করলে কারও তেমন কিছু আসে যায় না ।
একটু গভীরে চিন্তা করুন একাত্তরে এভাবেই আমাদের মাঝে ধর্ম নিয়ে বিভক্তি সৃষ্টি করা হয়েছিলো । ফলাফল তো সবারই জানা ।
আচ্ছা ফারুকি সাহেব কে মনে আছে তো উনি কি ব্লগার নাকি নাস্তিক ছিলেন ?
সরকারের এই বিষয়ে নির্লিপ্ততা কেন ?
হতে পারে সরকারের কোন একটা মহল এর সাথে জড়িত । অস্বাভাবিক কিছু নয় । সরকারের প্রয়োজন সবসময় একটা ইস্যু যাতে মানুষ যে কোন একটা বিষয়ে ব্যাস্ত থাকে ।
সরকার ১৯৭১ সালের রাজাকার দের বিচার করছে অথচ তাঁর দেশের ব্লগার সহ হাজার হাজার অপরাধের কোন বিচার নেই !!!
শিশু হত্যা , ধর্ষণ , সংখ্যালঘু নির্যাতন এমনকি মায়ের গর্ভে শিশুও আজ এদেশে নিরাপদ নয় ।
সরকার মুক্তিযুদ্ধ নিয়ে ব্যাবসা করছে !!!
স্রেফ ব্যাবসা ই করছে মানেন আর নাই বা মানেন ।মুক্তিযোদ্ধা অপমানিত হয়ে আত্মহত্যা করছে এর বিচার কই ?
আওয়ামী লিগে যারা রাজাকার আছেন তাঁদের বিচার হচ্ছে কই ?
আসলে যুদ্ধঅপরাধীদের বিচার ব্যাপারটা একটা রাজনৈতিক ট্রাম কার্ড । জামাত ধর্ম নিয়ে আর আওয়ামী লিগ মুক্তিযুদ্ধকে পুঁজি করে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করছে ।
দেশে আল কায়দা ঢুকেছে এরপর আইএস ঢুকবে । নিশ্চিত বাংলাস্তানের দিকে হাঁটছে বাংলাদেশ । জঙ্গীরা এখন ব্লগার মারছে এরপর পাকিস্তানের মত স্কুলে মসজিদে বোমা হামলা হবে । দেশ হেফাজতের সফির আইনে চলবে । গার্মেন্টস বন্ধ হবে নারী শিক্ষা বন্ধ হবে । জাতীয় সঙ্গীত পরিবর্তন হবে । বিজ্ঞান চর্চা বন্ধ হবে । পৃথিবীর মানুষরা সামনে এগিয়ে চলবে আর আমরা শুধুই পিছনে দৌড়াব ।
এটা আমার সম্পূর্ণ নিজস্ব মতামত ।
নিরপেক্ষ দৃষ্টি নিয়ে বিষয়গুলি চিন্তা করুন ।
ধন্যবাদ সবাইকে ।