###একজন স্টাইলিস্ট তারানা হালিম…..
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সবকিছুতে একটু চমক থাকে !! এবারের মন্ত্রী সভার সবচেয়ে বড় চমক তারানা হালিম !!###তারানা হালিম একজন স্টাইলিস্ট অভিনেত্রী,পরিচালক, লেখক, আইনজীবী, সমাজকর্মী, এবংতরুণ রাজনীতিবিদ !!শুধু পোশাকে নয় তার কথা বার্তায় রয়েছে একধরনের ব্যতিক্রমী স্টাইল !!! কিছু কিছু তরুনদের কাছে সে এক ধরনের আইডল !!
#কৈশোর বয়স থেকেই রাজনীতির প্রতি তার ঝোঁক ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তৃতীয় বর্ষে অধ্যয়নকালে যুবলীগের মহিলা বিষয়ক সম্পাদক নির্বাচিত হন তিনি।
পরবর্তীতে পর্যায়ক্রমে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ###সাধারণ সম্পাদক নির্বাচিত হন এবং বর্তমানে একই সংগঠনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।
২০০৯ সালে তিনি জাতীয় সংসদের সংরক্ষিত আসনে সংসদ সদস্য হিসেবে প্রথম নির্বাচিত হন।পরবর্তীতে ২০১৪ সালে, দশম জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
কর্তব্যরত ছিলেন বাংলাদেশের তথ্য মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে।
###মঙ্গলবার সন্ধ্যায় সাড়ে ছয়টায় বঙ্গভবনের দরবার হলে তারানা হালিম কে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি অ্যাডভোকেট মো. আব্দুল হামিদ।মন্ত্রীদের নামের তালিকায় নতুন নাম তারানা হালিম !!তাঁর অন্তর্ভুক্তি মন্ত্রীসভাকেই আরোও সমৃদ্ধ করবে |
###মেধাবী প্রজন্মকে রাজনীতির প্রতি আকৃষ্ট করতে তারানা হালিমরা অনুপ্রেরণা যোগাবেন এটা আমাদের প্রত্যাশা !!অভিনন্দন তারানা হালিমকে, কৃতজ্ঞতা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে ||
ধন্যবাদ
আলমগীর হোসাইন
ম্যানচেস্টার
ইংল্যান্ড !!
৬টি মন্তব্য
প্রজন্ম ৭১
তারানা হালিমকে মন্ত্রী পরিষদে দেখে খুব ভালো লেগেছে -{@
অনিকেত নন্দিনী
তারানা হালিম চিরতরুণ।
পিচ্চিবেলা থেকে তাকে এমনই ঝকঝকে দেখে আসছি। অভিনয় থেকে আদালত হয়ে সংসদ, এরপর মন্ত্রী পরিষদ। দেখা যাক কী চমক অপেক্ষা করে আছে আমাদের জন্য। 🙂
ব্লগার সজীব
ষ্টাইলিষ্ট এবং রুচিবান তারানা হালিমকে শুভেচ্ছা জানাচ্ছি -{@
লীলাবতী
সহমত ভাইয়া।ঈদের শুভেচ্ছা নিন -{@
নীলাঞ্জনা নীলা
ইস কি যে লাগতো ওকে দেখতে। ১৯৮৫/৮৬ সালে ধানমন্ডিতে কোনো এক মেলায় সামনে তাকে দেখে হা করে চেয়ে রইলাম। এখন ভাবলেও হাসি পায়।
আলমগীর হোসাইন
সুন্দর মন্তব্যের জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ …