‘রাজনৈতিক দুর্বৃত্তায়ন’ রুখে দাঁড়ান ..
খালেদা জিয়ার অবরোধ মানেই জঙ্গি জামাত শিবির আর ভাড়াটে গুণ্ডা-পাণ্ডার মানুষ মারার অবরোধ। এ অবরোধে জনগনের কোনো সম্পৃক্ততা নেই। এমনকি জনগনের সম্মতিও নেই !!
অবরোধ দেখে মানুষ ভয় পাচ্ছে না। জনগণের মাঠে নামা দেখে খালেদা জিয়া নিজেই ভয় পেয়ে তার ভাড়াটে গুণ্ডা-পাণ্ডা দিয়ে চোরের মত সাধারণ জনসাধারণের ওপর ওপর পেট্রোলবোমা ও ককটেল ছুঁড়ে নির্বচারে মানুষ খুন করছেন।
তিনি আসলে কাদের মারছেন, আওয়ামী লীগকে না-কি সাধারণ খেটে খাওয়া শ্রমজীবি মানুষদের?
একাত্তরের আলোয় স্নাত একজন মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা বেঁচে থাকতে সেই দুরাশা কি পূরণ হবে হায়েনাদের?
সেজন্যেই ইতিহাসের এই ক্রান্তিলগ্নে নিজেকে নিষ্ক্রিয় রাখা সমীচীন নয়।
আপনার আমার যার যার অবস্থান থেকে যারা বাংলাদেশকে আফগান কিংবা পাকিস্তান বানাতে চ্চাছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ-প্রতিরোধে জ্বলে উঠতে হবে বীর বাঙালীকে, মুক্তিযুদ্ধের চেতনাসিক্ত সকল মানুষকে !!
ধন্যবাদ–
আলমগীর হোসাইন
ম্যানচেস্টার,ইংল্যান্ড !
৮টি মন্তব্য
মাহামুদ
আসুন আমরা ফেসবুকে, ব্লগে তুমুল আন্দোলন করি।
একজন আইজুদ্দিন
“আসুন আমরা ফেসবুকে, ব্লগে তুমুল আন্দোলন করি।”
খোঁচা মারলেন বুঝি!
মাহামুদ
আমরা তো এমনই করছি!
জিসান শা ইকরাম
ক্ষমতার পালাবদল হওয়া উচিৎ জনতার শক্তি
কোন ক্রমেই জঙ্গি কার্যক্রম নয়।
আজিজুল ইসলাম
সম্পূর্ন সহমত প্রকাশ করছি।
প্রজন্ম ৭১
এই দুর্বৃত্তকে রুখতেই হবে।
নওশিন মিশু
আপনার আমার যার যার অবস্থান থেকে যারা বাংলাদেশকে আফগান কিংবা পাকিস্তান বানাতে চায় তাদের বিরুদ্ধে প্রতিবাদ-প্রতিরোধে জ্বলে উঠতে হবে বীর বাঙালীকে, মুক্তিযুদ্ধের চেতনাসিক্ত সকল মানুষকে !!
সহমত… (y)
খসড়া
(y)