হেমন্তে ঘাসে নীল ফুল ফোঁটে —
হৃদয় কেন যে কাঁপে,
‘ভালোবাসতাম’ — স্মৃতি — অঙ্গার — পাপে
তর্কিত কেন রয়েছে বর্তমান।
ফুজিনন লেন্স, ফুজি ব্রিজ
পরাণ ছুইঁয়ে নামে বাউরি বাতাস
ফুজিনন লেন্স, ফুজি ব্রিজ
যান্ত্রিক ১
ফুজিনন লেন্স, ফুজি ব্রিজ
যান্ত্রিক ২
ফুজিনন লেন্স, ফুজি ব্রিজ
যান্ত্রিক ৩
স্যামসাং মোবাইল ক্যামেরা 5mp
প্রতিবিম্ব
ফুজিনন লেন্স, ফুজি ব্রিজ
অপেক্ষা
ফুজিনন লেন্স, ফুজি ব্রিজ
খাঁচার মাপের আকাশ
স্যামসাং মোবাইল ক্যামেরা 5mp
পূর্ণরূপ দেখতে ছবিতে ক্লিক করুণ
৩০টি মন্তব্য
বোকা মানুষ
আপনের মত ছবি তোলার চোখ যদি থাকতো ভাউ! (y)
সাইদ মিলটন
ইউ মিনস ক্যামেরা , রাইট :p
স্বপ্ন
খুব সুন্দর ছবি।
সাইদ মিলটন
থ্যাঙ্কু স্বপ্ন 🙂
শুন্য শুন্যালয়
আজাইরা ক্লিকও এমন সুন্দর হয় আপনার!!!!
সবগুলোই সুন্দর। প্রতিবিম্ব টা বেশি সুন্দর।
সাইদ মিলটন
প্রতিবিম্বটা তুইলা শান্তি পাইছি আমিও 🙂 ইউ নো সব কিছু কইরা শান্তি লাগেনা 🙂
অরণ্য
সবগুলো ক্লিকই সুন্দর। প্রতিবিম্ব টা আমার কাছে অসাধারণ বা “ওয়াও!” ক্যাটাগরির। (y)
সাইদ মিলটন
ধন্যবাদ অরণ্য ভাইজান 🙂
ব্লগার সজীব
বাউরি বাতাসে উদাস হয়ে গিয়েছি সাঈদ ভাই। পরানডা উথাল পাতাল
সাইদ মিলটন
পরাণ ছাপায়ে নামা বাতাসে উথাল পাথাল না হইলে কেম্নে কি সজিব 😀
সঞ্জয় কুমার
ছবি গুলি সত্যিই অসাধারণ ।
সাইদ মিলটন
থ্যাংকস দাদা 🙂
মরুভূমির জলদস্যু
সুন্দর সব ছবি, ১ম টা সবচেয়ে ভালো।
সাইদ মিলটন
ইয়েসসস 😀 সত্যিকারের নীল ফুল সিম্পলি অসাধারণ ।
কিন্ত আফসোস একদম ভোরের আলোয় তোলা ন্যাচারাল লাইট এ , কিন্ত গ্রে পোরশন এস্কেপ করতে পারিনাই 🙁
থ্যাংকস
নুসরাত মৌরিন
ওরে বাবা সব তো মারাত্মক মারাত্মক ক্লিক!!
আজাইরা যদি এত ভাল হয়, তাইলে ভালগুলা না জানি কিরাম মারাত্মক!! সেটাই ভাবতেছি!! ;?
(y)
সাইদ মিলটন
থ্যাঙ্কু নুসরাত 🙂
আজাইরা বলতে আজাইরা সময়ে উদ্দেশ্যহীন ক্লিকজ বুঝাইছি 🙂
ছাইরাছ হেলাল
ছবির হাত তো ভালই মনে হচ্ছে।
সাইদ মিলটন
আপনার মতো নাহ দাদা 🙂
আমি মোস্ট এমেচার , ফটোগ্রাফি শিখার ইচ্ছা ছিলো এককালে – তখন সময় খরচ ইত্যাদি মিলায়ে হইয়া উঠে নাই। এখন সুযোগ আছে , কিন্ত ইচ্ছাটাই মইরা গেছে 🙂
ছাইরাছ হেলাল
আবার চালু করেন, মন যখন আছে তখন হবে।
মেহেরী তাজ
আপনার আজাইরা ক্লিক যদি এমন তাইলে প্লিজ ভালো ক্লিক করার কোন দরকার নাই। কারন তাইলে আমাদের খুব ভালো ক্লিকের ছবি গুলো ও কোন জায়গা পাবেনা।
আমার অপেক্ষা আর প্রতিবিম্ব টা বেশি ভালো লেগেছে।
সাইদ মিলটন
ভাইরে আজাইরা বলতে আজাইরা সময়ে উদ্দেশ্যহীন ক্লিকজ বুঝাইছি , ছবি যত্ন কইরাই তুলি :p
আমার প্রিয় দুইটা আপনার ও প্রিয় 🙂
স্বপ্ন নীলা
অ-নে-ক সুন্দর
সাইদ মিলটন
থ্যাঙ্কু থ্যাঙ্কু 🙂
নওশিন মিশু
শুধুই সুন্দর …. 🙂
সাইদ মিলটন
ধন্যবাদ মিশু আপা 🙂
খেয়ালী মেয়ে
সত্যি সবগুলো ছবিই সুন্দর (y)
সাইদ মিলটন
থ্যাংকস খেয়ালী মেয়ে 🙂
লীলাবতী
আজাইরা ক্লিক আসলে আজাইরা না 🙂
সাইদ মিলটন
থ্যাঙ্কু ভত্তাবতী 🙂
নীলাঞ্জনা নীলা
বাউরি বাতাস এত ভালো লাগলো কেন কে জানে?