স্বর্গ কে বিদায় ।

বায়রনিক শুভ্র ১৮ এপ্রিল ২০১৩, বৃহস্পতিবার, ০১:৩১:০৬অপরাহ্ন বিবিধ ৭ মন্তব্য

প্রেমিকার নগ্ন শরীরটা তিলে তিলে উপভোগ করতে ভালো লাগে । পাশের বাড়ির ৩ বছরের মেয়েটা যখন আগ্রহ নিয়ে চেটে চেটে একটা আইসক্রিম নিঃশেষ করে তখন তার মুখের দিকে তাকিয়ে অনুভব করি পৃথিবী কত সুন্দর । হঠাৎ নামা বৃষ্টিতে ভিজতে ভিজতে মনে হয় আমি একটা গাছ ,পাখি এসে বসবে আমার গায় । প্রচন্ড গরমে খোলা ছাদে তারা গোনার সুখ কেউ মেপে রাখতে পারবেনা । গ্রামের ধুলি ভরা রাস্তায় হাঁটতে হাঁটতে যখন কারও উঠানে দাড়িয়ে কলের জলে পাকস্থলি পূর্ণ করি তখনও আমার ভালো লাগে ।কোকিলের ডাক,কুকুরের ঘেউ ঘেউ,পাখিদের আকাশে ওড়া,লুকিয়ে লুকিয়ে সিনেমা দেখা,প্রচন্ড জ্বরে কাথা মুড়ি দিয়ে নিঃসাড় পড়ে থাকা সবই আমার ভালো লাগে ।

সর্ব শক্তিমান ঈশ্বর তোমার সাজানো স্বর্গ কি আমাকে দিতে পারবে এসব ?? যদি না পারে তাহলে তোমার স্বর্গের মুলা আমার সামনে নাড়তে নিষেধ কর তোমার এজেন্টদের ।

 

৫৬৬জন ৫৬৬জন
0 Shares

৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ