
পাখিদের ভাবনাগুলি আকাশ হতে পারত…
ব্যপ্ততার রংছবি আবার যদি ছড়িয়ে দিই—
আবার যদি ভরে নিই নিজস্ব পাত্রে
তবে কি পারব
ঠিক আগের মত আঁকতে একটি ভোরের সম্ভ্রম !
পাখিদের ডাকে যদি ভোর হত,
দিবা স্বপ্নগুলি বিভ্রম ছিঁড়ে জেগে উঠত ফল্গু—
বস্তু মননে,তুমি তবে পাখি,পাখির স্বপ্নে মানুষের স্বপ্ন ভাস…
৬৮৯জন
৬৮৮জন
২টি মন্তব্য
শুন্য শুন্যালয়
সহজ শব্দে কঠিন প্রকাশ, বুঝতে পেরেছি আবার পারিনি। তবে পড়তে বেশ ভালো লাগলো।
জিসান শা ইকরাম
অনেক দিন পরে লিখলেন এখানে
ভালো লেগেছে ।
শুভ কামনা ।