ফেরিওয়ালাদের স্কুলে টিফিনের সময় ২ টাকার আমড়া, আইসক্রিম, ঝালমুড়ি ইত্যাদি বিক্রি করে সংসার চলে।কিন্তু টাকলা স্যার স্কুল এরিয়ার ভিতর কোন ফেরিওয়ালাকে দেখলেই তাদের ধাউয়া দেন।

এইতো সেদিন এক বৃদ্ধ ফেরিওয়ালার এক বল আমড়া ময়লা ড্রেনে ফেলে দিলেন।

আইসক্রিম ওয়ালার ভ্যান স্কুলের ভেতর ঢুকিয়ে BNCC র ছেলেদের দিয়ে ফ্রিতে খাইয়ে দিতেন।

একজন শিক্ষক হয়ে তার এসব আচরণ সত্যই জাতির জন্য কলঙ্কজনক।
কেননা শিক্ষকদের জাতির বিবেক বলে বিবেচনা করা হয়।

কি শিক্ষা দিবেন তিনি ছাত্রদের???
কোন ছাত্র তাকে মন থেকে শ্রদ্ধা করবে???
তাইতো সামনে সালাম, পেছনে গালি দেয় ছাত্ররা।

স্কুলে তিনি টাকলা স্যার নামেই পরিচিত…

৭৪০জন ৭৪০জন

৮টি মন্তব্য

মন্তব্য করুন

ফেইসবুকে সোনেলা ব্লগ