হাতকড়া।

মনিরুজ্জামান অনিক ৩১ মার্চ ২০২২, বৃহস্পতিবার, ১১:৩২:১৪পূর্বাহ্ন কবিতা ৪ মন্তব্য

হাতকড়া পড়াও প্রভু

হাত দুটো কেটে ফেলো।

আঙুলগুলো ভীষণ যন্ত্রণা দেয়, লিখে ফেলে বারবার

কিভাবে ঘাসগুলো শাদা হয়ে যায়,

কিভাবে বুটের নীচে চাপা পড়ে শুষ্ক মুখ-মানবতার।

 

আমায় ঘুমুতে দেয়না, আমি ঘুমুতে পারিনা কভু।

আঙুলগুলো কেটে ফেলো প্রভু, আমাকে বাঁচাও।

একেক করে সবকটি-

গাছের ডালের মতো দশটি আঙুল

রক্তে ভিজে যাক বুক পকেট, শাদা পৃষ্ঠা,

ভিজে যাক রাজপথ, সকালের ফুল।

 

আমাকে মেরে ফেলো প্রভু,

এই হত্যাযজ্ঞ থেকে মুক্তি দাও।

হাতকড়া পড়াও প্রভু, হাতকড়া পড়াও।।

 

১২৩০জন ১১৬১জন
0 Shares

৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ