আমার ঠোঁটে চুমু খাও
অন্যথায়
ভূমীকম্প হবে,ধ্বংস হবে
লাস্যময়ী নগরী
রাস্তায় রাস্তায় নিয়ন আলোর
বদলে উড়ে বেড়াবে অসংখ্য পোকা
কবির বদলে বিকলাঙ্গ মন নিয়ে
জন্ম নেবে অশ্লীল কায়কাউসের বাচ্চা
ধার্মিকে ভরে উঠবে বিশ্ব
লাইব্রেরী গুলো ভেঙে পড়বে
টুপির আধিক্যে পথ হারাবে বিজ্ঞান
এক বেকার প্রেমিকের অভিশাপে
শ্মশানে পরিণত হবে পৃথিবী
তোমার সম্পূর্ণ লাবণ্য দিয়েও
বাচাতে পারবে না একটি দূর্বা
আমার ঠোঁটে চুমু খায়
অন্যথায়……………………………………………………।।
৪টি মন্তব্য
আগুন রঙের শিমুল
হুমকি ;(
বায়রনিক শুভ্র
মু হা হা হা হা ।
নীলাঞ্জনা নীলা
শুভ নববর্ষ।
শুন্য শুন্যালয়
ভালোই স্বৈরাচারী দেখা যাচ্ছে। ভয় পেয়ে পিছলে পড়লেই সমস্যা। পাগলে কি-না বলে!