“স্টার জলসা ও ফোনে প্রেম কাহিনী”
ছেলেঃ হ্যাঁলো এই তুমি কি দেখতা ছো.?
মেয়েঃ জান আমি “মা” দেখতেছি..।
ছেলেঃ ও তাই,তবে মাকে ঠিক ঠাক ও ভাল ভাবে দেখিও….
মেয়েঃ আবার জিগায়,আমার মত দেশে কতজন আছে যে মাকে আমার চেয়ে বেশি মনযোগ দিয়ে দেখে।
ছেলেঃও লক্ষিটি আমার..এই জন্যে তো আই তোরে এত ভালবাসি।
মেয়েঃ হুলালালালা..
ছেলেঃ বায়েই..ওকে।:-P
কিছুক্ষন পর…….
ছেলেঃ এই তুমি কি করতেছো…
মেয়েঃ জান,আমি না পাখিকে দেখতেছি..কি ছুন্দর।
ছেলেঃ রাতে পাখি ভাল লাগে..?
মেয়েঃ আরে রাতেই তো ইনটেক,দিনে তো পুনঃপ্রচার…
ছেলেঃতাই,রাতে কি পাখি দেখে যায় ?
মেয়েঃ আমার এখানে দেখা যায়,তোমার ওখানে দেখা যায় না ?
ছেলেঃ আরে আমি তো বাজারে..।
মেয়েঃ সেজন্য দেখতে পাচ্ছ না।
কিছুক্ষণ পর ………
ছেলেঃ এখন কি করতেছো ?
মেয়েঃ ঝিলিক দেখতেছি …
ছেলেঃ ঝিলিক কি খুব বেশি..
মেয়েঃ হা অনেক সুন্দর ঝিলিক হইতেছে..তুমি দেখবে…?
ছেলেঃ না,আমি ঝিলিক দেখে ভয় পাই..
মেয়েঃ কেন ভায় পাও কেন?
ছেলেঃ যে ভয়াভহতা…
মেয়েঃ ডর করে..?
ছেলেঃ অবশ্যই,
মেয়েঃ (মনে মনে) আরে একটাই তো চাই।
………ছেলেরা শিখাইয়া দিলাম…মাইয়ারা যেন এভাবে আপনাকে ঠিকঠাক মত কথা বইল্লা ঠকাতে না পারে।
আসলে ইদানিং স্টার জলসা দেখে মেয়েরা একটু বেশি চিটিংবাজ হয়ে গেছে..
..তাই ভবিত্সতের ভাবখানা বইলা দিলাম,এহন আর ঠকাতে পারবে না।হেঃহেঃহেঃ.
#নষ্টের_নষ্টামি
৭টি মন্তব্য
ওয়ালিনা চৌধুরী অভি
তাই নাকি?
সাইদুর রহমান সিদ্দিক
হুম
সাইদুর রহমান সিদ্দিক
কি বুঝেছেন ?
খসড়া
বুঝলাম।
জিসান শা ইকরাম
ভালোই
সাইদুর রহমান সিদ্দিক
হুম, ঐ রকম প্রে্ম ভালই দাদা
নির্বাসিত নীল
টিভিতেও শান্তি নাই। এখন ব্লগেও শান্তি নাই…আপনারা কেন এসব সিরিয়ালগুলো ব্লগেও টেনে আনছেন???