ইদানিংনের প্রেমিকাদের
কি যে হালচাল,
আজ প্রেম করলেই
গিফট চায় কাল।।
সকাল বিকেল চায় যে খেতে
টক মিষ্টি ঝাল,
প্রেমিকের মানিব্যাগের
যায় যে উঠে ছাল।।
থাকেনাতো জায়গা ফাঁকা
ফুডকোড গুলোতে,
দু’জনাই সুযোগ খোঁজে
হাতেতে হাত বুলোতে।।
আবদার আবার ঘুরতে যাবো
ফ্যান্টাসি বা আশুলিয়া,
পেটের ভীতর মোচড় মারে
মানিব্যাগের সাস্থ্য নিয়া।।
সব কিছুতেই আছি রাজি
চাইযে একখান প্রেমিকা,
হৃদ-নগরের লাগবে আমার
একজন ডাক্তার নায়িকা।। এবং
(বেফুক অট্টহাসির ইমু হইবেক, নিজেই নিজের জীবন কে স্যাটায়ার করে।)
বিঃদ্রঃ ইহা একটি রম্য কাব্য। কারো জীবনের সাথে মিল খাইলে আমি উন্মাদ দায়ী নই, আর জানেনতো উন্মাদে মানে পাগলে কি না বলে।
১২টি মন্তব্য
খসড়া
😀
সীমান্ত উন্মাদ
😀
রিমি রুম্মান
তাইতো বলি প্রেমের বেলায়…
কইরো নাকো হেলায় ফেলায়…
সীমান্ত উন্মাদ
মানিবেগের সাস্থ্য খারাপ হলেই কেন
প্রেমিকারা মুখ ফোলায়?? ঝাতি জানতে চায়। :p
মশাই
বৃদ্ধ বয়সে এসে দেখি
এ কেমন প্রেমের রীতি?
চারদিকে তাকিয়ে শুধু
দেখি টাকার প্রতি প্রীতি। :D)
সীমান্ত উন্মাদ
টাকা ছাড়া প্রেমিকারা এই যুগে
কিছু বুঝেনা মশাই,
ডেটিংয়ে গেলে তারা যায় যে
হয়ে মস্ত বড় কশাই। :D)
জিসান শা ইকরাম
ডাক্তার নায়িকা আছে তো 🙂
সীমান্ত উন্মাদ
কন কি আমনে মামা। কোতায় আমি হেতিরে খুঁজতে আছি হারিকেন দিয়া। 🙂
শুন্য শুন্যালয়
হৃদনগরের শুধু ডাক্তার নায়িকা হলে তো চলবেনা, কার্ডিওলজিস্ট লাগবে 🙂 আগে পকেটের স্বাস্থ্য ভালো করুন, কারন জানেন তো পকেটের স্বাস্থ্যই সকল সুখের মূল ..
সীমান্ত উন্মাদ
পকেটটাতো আছে ভরা
তবু প্রেমিকা কেন দেয়না ধরা।
আপনে আছেন কেমুন। উন্মাদীয় শুভেচ্ছা নিন। \|/
অপরাজিতা সারাহ
আপনার আশা পূরন হোক। :v
সীমান্ত উন্মাদ
আপনের মুখে ফুলচন্দন পড়ুক। তয় শুভকামনা জানাই চলে গেলে হইবেক না। পাত্রি দেখেন। ;(