শূন্যতা ভীষণ ছোঁয়াচে।।

কাজি রাশেদ ২০ সেপ্টেম্বর ২০২১, সোমবার, ০৪:৪২:২৩অপরাহ্ন কবিতা ৬ মন্তব্য

শূন্যতা কি ভীষণ ছোঁয়াচে!
তুমি কি জানো?
অতিমারী, মহামারী সব ছাড়িয়ে,
শূন্যতা,
ছড়িয়ে পড়ে জীবনের পরতে পরতে,
এক জীবন থেকে অন্য জীবনে।

বাড়ী ঘর,
দরজা
জানালা
প্রতিবেশ, সবকিছু শূন্যতার হাহাকারে
হয়ে যায় নিমগ্ন,
হয়ে যায় অবসাদময়।

পাখীদের কলতান,
নীলাকাশের নীলাম্বরী,
সমুদ্রের বহমান ঢেউ,
গাছেদের ফিসফাস, কানাকানি,
সবকিছু অর্থহীন,
শুধু শূন্যতার সংক্রমণ,
শুধু কোথাও কেউ নেই।

শূন্যতায় হাসি ভু্লে যাওয়া,
মায়ের মমতায় গড়া শান্তি,
বোনের স্নেহে আকুলতা,
প্রিয়তমার উদ্বিগ্নতা,
সন্তানের প্রাণভরা হাসি,
ম্রিয়মান হতে হতে,
জীবনের রঙ রস
সব কিছু যায় ফুরিয়ে।।

৫৩৪জন ৪৪৭জন
0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ