
লম্বা একটা ঘুম
একটা ঘুম দিয়েছিলাম,লম্বা একটা ঘুম।
জেগেই দেখি মনের মত সাজানো সেই পৃথিবীটাকে,
সুন্দর ছিমছাম মায়ায় ভরা শান্তির নীড় গুলো।
যেখানে অসুরের কি কাজ কেউ বলতে পারে না,
শয়তান বলে কিছু আছে কেউ বিশ্বাসই করে না।
জীববৈচিত্রের ঐ অনাবিল আনন্দ ধারায়,
আমি ও আমরা বিমুগ্ধ দর্শক।
এটাই কি ষড়রিপুর মৃত্যু শেষে,
না ফেরার সেই দেশ?
না কি,জেগে ছিলাম যেই পৃথিবীতে,
ঘুমিয়ে পড়ার আগে?
চেতনার টেলি সংযোগ বিচ্ছিন্ন হয়ে
রহস্যের ঘোরে ঘুরপাক খেয়ে
কিছুই মনে নেই আমার,বর্তমান ছাড়া।
পুরনো কালিমাতেই সেই আমি?
না কি নবজাতক নিষ্পাপ শিশু রুপে নতুন কেউ?
একটা ঘুম দিয়েছিলাম,লম্বা একটা ঘুম।
২৩.০৪.২০২০
৭টি মন্তব্য
হালিম নজরুল
“স্বররিপুর” শব্দটি বুঝতে পারিনি।
মো: মোয়াজ্জেম হোসেন অপু
ধন্যবাদ ভাই। বানানটা মনে হয় ষড়রিপু হবে
মো: মোয়াজ্জেম হোসেন অপু
ভাই ঠিক করে দিচ্ছি। অনেক ধন্যবাদ
হালিমা আক্তার
ঘুম থেকে জেগে দেখা পৃথিবী হোক আমাদের স্বপ্নের বাসস্থান। শুভ কামনা রইলো।
মো: মোয়াজ্জেম হোসেন অপু
ধন্যবাদ আপু সুন্দর বলেছেন। আপনার জন্যও অনেক অনেক শুভকামনা
আলমগীর সরকার লিটন
বেশ বাউলিপনার এক মনোভাব প্রকাশ কবি দা
অনেক শুভেচ্ছা রইল
মো: মোয়াজ্জেম হোসেন অপু
ধন্যবাদ লিটন দা।ভালোবাসা নিরন্তর