রোদ নেই

এজহারুল এইচ শেখ ২২ মার্চ ২০১৩, শুক্রবার, ০২:০৪:০৩পূর্বাহ্ন কবিতা ৪ মন্তব্য

দিন কাটে না!মুখ ফোঁটে না!
বিকেলবেলায় পূব আকাশে,
কৃষ্নচূড়ার বুকে বুক ফাটে!

সাঁঝ বেলাতে হৃদয় তলে
ধোঁয়া ওড়ে! নাড়া পোড়ে!
তুষ পড়ে!কবিতা পোড়ে!

চোখে আমার লবন গলা
বৃষ্টি পোড়ে! ধোঁয়া ওড়ে!
শশ্মানে ওড়ে! কে পোড়ে?
কবির বুক পোড়ে! হাত পোড়ে!
চোখ পোড়ে!মুখ পোড়ে!

@ বাড়ি,
তারিখ-২২/০৩/১৩
সময়-১২ঃ৪১ রাত

৬৮৫জন ৬৮৫জন
0 Shares

৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ