সাধারণ পরিবারের মেয়ে রুপার বিয়ে হয় ধনী পুত্র রাজের সাথে।
বিয়ের কিছুদিন পর সে দেখল যে, তার শ্বশুর বাড়ির লোকেরা তাকে অবজ্ঞা করছে।কিন্তু রুপা অত্যন্ত গুণবতী মেয়ে।সে ভেঙে পড়ল না।রুপার বাবা একজন প্রায়মারী স্কুল মাস্টার।ছোটবেলা থেকে তিনি মেয়েকে শিক্ষা দিয়েছেন, কিভাবে নিজের গুণ দিয়ে মানুষের মন জয় করতে হয়।রুপা তার বাবার কথা মত শ্বশুর বাড়ির লোকদের সেবা করতে থাকল।এক পর্যায়ে সে সবার মন জয় করে ফেলল, এবং শুখে শান্তিতে বসবাস করতে লাগল।

৬১৯জন ৬১৯জন
0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ