যে জীবন নির্জন গল্পের

আগুন রঙের শিমুল ২০ মার্চ ২০১৭, সোমবার, ০৫:৫১:৫৩পূর্বাহ্ন কবিতা ১১ মন্তব্য

একটা কুসুমিত পথের ধারে নির্বাক কথার চিন্হ থাকে –
ব্যাক্তিগত নৈব্যর্তিক অপেক্ষার ধূলিকণা পাক খায় গল্পের মতো,
নির্জন গল্পমালা টুপটাপ টুপটাপ ঝরে পরে চুপচাপ।

একটা সুঘ্রান সকাল পাক খায় কুয়াশার মতো –
সফেদ বিছানা আর সুখী চেহারার চারিপাশের মায়া ঘিরে,
ধোঁয়া ওড়া কফির বুদবুদের সাথে ভেংগে যেতে থাকে সৌভাগ্য।

ভালোবাসার বুকের ভেতর নীল –
ভালোবাসার বুকের ভেতর রোদ –
ভালোবাসার বুকের ভেতর জল –
ভালোবাসার বুকের ভেতর মেঘ –
ভালোবাসার বুকের ভেতর ক্ষত –
ভালোবাসা নিজের সাথেই নিয়ত যুযুধান ; অবিরত।

একটা সুঘ্রান সকালের বুক চিরে বের হয় নির্জন গল্প,
একটা নির্জন গল্পের বুকের ভেতর জমতে থাকে দুঃখগন্ধা নীলজল।
জলের চারিধার জুড়ে একাকীত্ব, সুবর্ণরেখা আলো
বকুলগন্ধা ভোরে অলৌকিক দুন্দুভিনিনাদ – ভালো আছি, ভালো।

 

৫১৫জন ৫১৫জন
0 Shares

১১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ