মুর্খতা এক ধরনের অভিশাপ || ওরা ভদ্র লোকদের সাথে কথা বলতে জানে না;তারা নিজেদের মত অন্যদের মনে করে |ঔদ্ধত্যের সীমা লঙ্ঘন করে কথা বলে| সহজেই মৌলবাদীরা ওদের কব্জা করে |
#মানুষের নিজস্ব ধারণাগুলো প্রতিনিয়ত পরিবর্তিত হয়, বিভিন্ন বয়েসে বিভিন্ন ধরণের ভাবনা মানুষের ভেতরে দানা বাধে, এইসব ধারণা, ভাবনা এবং বিশ্বাসগুলো নিজের ভেতরে গ্রহন করে মানুষ একজন সামাজিক মানুষ হয়ে উঠতে চায় |
কিন্তু বিশ্বাসের ভেতরেও ঘুণপোকা থাকে, সেই ঘুণপোকা শুভবোধের শেকড় কুঁড়ে কুঁড়ে খায়, ফলে সামষ্টিক শুভবোধের অপরিহার্যতা কিংবা সে সংক্রান্ত কোনো বিবেচনাবোধ মানুষের ভেতরে কাজ করে না।
এই ধরণের ঘুণপোকা আসলে বিশ্বাসের মৌলবাদিতা, মৌলবাদী বিশ্বাস মূলতঃ নিজেই নিজেকে হত্যা করতে চায়। |
ওরা চিন্তা-চেতনায় আধুনিক হতে পারে না কখনও | তারা নাড়া-ছাড়া করলেও মানুষিক ভাবে মৃত্য |
কিছু কিছু ক্ষেত্রে উন্নত দেশে বসবাস করলেও,মানুষিকতার দিকদিয়ে উন্নতি তাদের তেমন হয় না |
#দুঃখজনক ভাবে বিলেতে বাঙালি
সমাজে এধরনের মানুষের সংখ্যা নেহায়েত কম নয় |তবে ব্যক্তিগত ভাবে ওদের আমি পাত্তা দেই না | সবার ক্ষেত্রেই ওদের এড়িয়ে চলা উত্তম মনে করি ||
They need to focus on their lives and not intervene with others.It is showing a clear picture of their personality which needs significant improvements. I have decided to avoid any form of state of affairs.
সেদিন কথা হচ্ছিলো মানুষের মনের পরিবর্তন নিয়ে। এই পরিবর্তন পরিবার-সমাজ-দেশের উপর কতোটা প্রভাব ফেলে। আসলে স্থান-কাল-পাত্রভেদে পরিবর্তন হলেও কিছু মানুষের মন-মানসিকতার পরিবর্তন হয়না মোটেই।
আমিও এসব মানুষের সাথে মিশিনা। খুব কম মানুষ আছে যাদের বাসায় যাই। আসলে আমার পোষায় না।
ভালো লিখেছেন।
মানুষের পরিবরতন সহজে হয়না। স্থান পরিবর্তনে মন মানসিকতার পরিবর্তন হয় কময়।
কেউ বিদেশ বিভূঁইয়ে গিয়ে নিকের কৃষ্টি কালচার থুরায় কেয়ার করে বনে যায় সেদেশীয় কেউ আবার নিজ মাতৃত্ব ত্যগে অপারগ।
ভাল লিখেছেন ধন্যবাদ।
আসলে ঠিকই বলেছেন, আমি একবার ধর্মের নামে নাশকতার সাথে জড়িত দুজন চৌদ্দ পনেরো বছর বয়সের ছেলের সাথে কথা বলেছিলাম, ওদের এমন ভাবে ব্রেইন ওয়াশ করা হয় যে, ওরা মনেই করে এইসব করে ওরা বেহেস্তে যাবে। আসলেই ওদের নিজস্ব পুঁথিগত জ্ঞানের অভাবের কারনেই এমন অবস্থা। অন্যের চোখে দেখলে পৃথিবী ও বাস্তবতা তার চোখেই দেখা হয় এটা এই সব মূর্খরা বোঝে না।
ভাল থাকুন। শুভকামনা রইল।
৬টি মন্তব্য
আবু খায়ের আনিছ
আমার আমিতে সন্তুষ্ট থেকে কি সামগ্রিক উন্নয়ন সম্ভব? অন্যকে যেমন বদলাতে হয় নিজেকেও ত তাই। আদর্শ ছড়িয়ে দিতে হয় নাকি?
নীলাঞ্জনা নীলা
সেদিন কথা হচ্ছিলো মানুষের মনের পরিবর্তন নিয়ে। এই পরিবর্তন পরিবার-সমাজ-দেশের উপর কতোটা প্রভাব ফেলে। আসলে স্থান-কাল-পাত্রভেদে পরিবর্তন হলেও কিছু মানুষের মন-মানসিকতার পরিবর্তন হয়না মোটেই।
আমিও এসব মানুষের সাথে মিশিনা। খুব কম মানুষ আছে যাদের বাসায় যাই। আসলে আমার পোষায় না।
ভালো লিখেছেন।
ইনজা
ভালো লিখেছেন।
মোঃ মজিবর রহমান
মানুষের পরিবরতন সহজে হয়না। স্থান পরিবর্তনে মন মানসিকতার পরিবর্তন হয় কময়।
কেউ বিদেশ বিভূঁইয়ে গিয়ে নিকের কৃষ্টি কালচার থুরায় কেয়ার করে বনে যায় সেদেশীয় কেউ আবার নিজ মাতৃত্ব ত্যগে অপারগ।
ভাল লিখেছেন ধন্যবাদ।
মৌনতা রিতু
আসলে ঠিকই বলেছেন, আমি একবার ধর্মের নামে নাশকতার সাথে জড়িত দুজন চৌদ্দ পনেরো বছর বয়সের ছেলের সাথে কথা বলেছিলাম, ওদের এমন ভাবে ব্রেইন ওয়াশ করা হয় যে, ওরা মনেই করে এইসব করে ওরা বেহেস্তে যাবে। আসলেই ওদের নিজস্ব পুঁথিগত জ্ঞানের অভাবের কারনেই এমন অবস্থা। অন্যের চোখে দেখলে পৃথিবী ও বাস্তবতা তার চোখেই দেখা হয় এটা এই সব মূর্খরা বোঝে না।
ভাল থাকুন। শুভকামনা রইল।
আলমগীর হোসাইন
পরামর্শ সহ সুন্দর মন্তব্যে জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ !